দেশ

‘বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাজে ফিরুন’, ডাক্তারদের শপথ মনে করাল রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গ ভাসছে। বন্যা পরিস্থিতিতে বাংলার মানুষ অসহায়। আর এই সময়ে রাজ্যের হাজার হাজার জুনিয়র চিকিত্সক আছেন ‘কর্মবিরতি’তে। টানা ৪০ দিন। দাবি মেনেছে রাজ্য, সুপ্রিম কোর্টও পাশে দাঁড়িয়েছে। তারপরও তাঁরা কাজে ফেরেননি। এই অবস্থায় বুধবার বৈঠকে বসতে চেয়ে আন্দোলনকারী পড়ুয়ারা ফের চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। মুখ্যসচিব এবারও তাঁদের ফেরাননি। বৈঠকের জন্য সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন ডাক্তারদের শপথ। মানুষের, রোগীর পাশে দাঁড়ানোর। তিনি চিঠিতে লিখেছেন, ‘আপনারা জানেন, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে রাজ্য সরকার আরও একবার আপনাদের কাজে ফেরার আবেদন জানাচ্ছে।’ এখানেই শেষ নয়, নবান্ন সভাঘরে এদিন সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠকেও রাজ্য প্রশাসন যথারীতি নমনীয়তা দেখিয়েছে। 
বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার, এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিম, কলকাতা পুলিসের কমিশনার মনোজ বর্মা। কিন্তু এই বৈঠকেও বের হল না সমাধান সূত্র। রাত সাড়ে বারোটা নাগাদ আন্দোলনকারী চিকিত্সকদের প্রতিনিধি দল নবান্ন সভাঘর থেকে বেরিয়ে আসেন। স্বাস্থ্যভবনে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। আন্দোলনকারী চিকিত্সক অনিকেত মাহাত বলেন, ‘হাসপাতালে নিরাপত্তা, রোগী পরিষেবা, কলেজ কমিটি তৈরি করা, থ্রেট কালচার বন্ধ করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু সমস্যা তৈরি হয় আলোচনার শেষে যখন আমরা মিনিটস চাইলাম। মুখ্যসচিব বললেন, এটা দিতে পারবেন না। শুধুমাত্র নূন্যতম প্রতিশ্রুতি দিয়ে মিনিটস তৈরি করেছেন। আমরা এতে রাজি হইনি। বেরিয়ে এসেছি। উনি বলেছেন, এই সব কিছু ড্রাফ্ট করে মেইল পাঠাতে। যে মেইল দেখে উনি হয়তো কাল সকালে একটি নির্দেশিকা দেবেন। আমরা সেটার অপেক্ষায় আছি।’ এরপরই তাঁর সংযোজন, ‘আমাদের কর্মবিরতি ও অবস্থান চলবে। মুখ্যসচিবের নির্দেশিকা পেলে আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানাব।’  
অভয়ার বিচারের দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। সঙ্গে কর্মবিরতি। আজ যখন সেই বিচার দেওয়ার দায়িত্ব সিবিআইয়ের কাছে, ঠিক তখনই সামনে আসছে পরিকাঠামোগত উন্নয়নের দাবি। আন্দোলন পথভ্রষ্ট? আন্দোলনকারী চিকিত্সকদের কথায়, ‘আসলে এই প্রশ্নটাও বিচারের সঙ্গেই সম্পৃক্ত। পরিকাঠামো ভালো থাকলে থাকলে অভয়াকে সেমিনার রুমে থাকতে হতো না। টানা ৩৬ ঘণ্টা কাজও করতে হতো না।’ বন্যায় জেলায় জেলায় শিবির করে চিকিৎসকরা দুর্গতদের পাশে দাঁড়িয়ে থাকেন। সেই ছবিও আজ বিরল। এরই মাঝে অনেকেই কিন্তু কাজে ফেরার পক্ষে সুর চড়াচ্ছেন। আন্দোলন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের ভিড় পাতলা হচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণও কমছে। এই পরিস্থিতিতে মুখ্যসচিবের চিঠির বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিনি ‘চিকিৎসকের ধর্ম’ মনে করিয়ে দেওয়ায় নড়েচড়ে বসেছে সব মহলই। তারপরও অবশ্য রাজ্য প্রশাসন তাঁদের সঙ্গে বৈঠক করেছে। ৩০ জন প্রতিনিধি তো বটেই, 
জুনিয়র ডাক্তারদের সঙ্গে যাওয়া স্টেনোগ্রাফারকেও নবান্ন সভাঘরে যাওয়ার অনুমতি দিয়েছে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা