দেশ

এক দশক পরে উপত্যকায় ভোট, তুমুল উৎসাহে শামিল তরুণ প্রজন্ম

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ফিরে আসুক শান্তি। ফিরুক স্থিতিশীলতা। এমনই প্রত্যাশা নিয়েই বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন জম্মু-কাশ্মীরের তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটাররা। সকাল থেকেই বুথে বুথে তাঁদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আজিজ আহমেদ নামে এক ভোটার বলেন, ‘আমার বয়স ২০। এই প্রথম ভোট দিচ্ছি। বিশ্বাস করি, আমার ভোট কাশ্মীরের ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে।’শুধু আজিজই নন, তাঁর মতো অন্যান্যরাও চাইছেন, নতুন সরকার জম্মু ও কাশ্মীরে পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, শান্তি ফেরাতে কাজ করবে। ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। নাম সমীরা। এক নিঃশ্বাসে বলছিলেন, ‘আমরা পরিবর্তন দেখতে চাই। বছরে পর বছর ধরে দেখেছি, প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু, কেউ তা পালন করে না। এবার আমাদের ভোটে সেই রীতি ভাঙবে। আমরা চাই, প্রগতি, শান্তি ও যুব সম্প্রদায়ের জন্য আরও সুযোগ।’ যুব সম্প্রদায়ের অন্যান্যদের মধ্যেও কার্যত তাঁর ভাবনা প্রতিফলিত-অনুরণিত হল। সোপিয়ানে একটি বুথের বাইরে দাঁড়িয়ে প্রথম ভোটার ফৈজান আহমেদ জানালেন, ‘ভবিষ্যৎ গড়ার প্রথম সুযোগ পেলাম। এমন কোনও নেতা চাই যিনি শুধু কথা নয়, বরং কাজও করবেন। সেই কারণেই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছি।’ পরিসংখ্যান বলছে, এবারের ভোটে ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বয়সসীমার প্রায় ৪৬ হাজার জনের এবার ভোট দেওয়া কথা ছিল। যার মধ্যে ২৪ হাজারের বেশি তরুণী। কমিশনের হিসেব অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে যুব সম্প্রদায়ের ভোটারের সংখ্যা ২৫ লক্ষের বেশি। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা