দেশ

ইপিএফ পেনশনে বড় বদলের ভাবনা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফ অ্যাকাউন্টে যত টাকা জমা, তার সুদেই পেনশন পাবেন সংশ্লিষ্ট গ্রাহক। এমনই চিন্তাভাবনা করছে শ্রমমন্ত্রক। যদিও কোন সমীকরণে এই প্রস্তাব বাস্তবায়িত হবে, তা নিয়ে ধোঁয়াশা আছে মন্ত্রকের অন্দরেই। যদিও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে অবসর গ্রহণের পর তুলনায় অনেক বেশি টাকা পেনশন পাবেন ইপিএফের গ্রাহকরা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর এহেন ইঙ্গিতের পরই উঠছে অন্য প্রশ্ন। বছরখানেক আগে উচ্চতর ইপিএফ পেনশন প্রদান সংক্রান্ত যে পদক্ষেপ নেওয়া শুরু করেছিল মোদি সরকার, সেই প্রক্রিয়া কি তাহলে পুরোটাই থমকে গিয়েছে? আগের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এদিন কোনও উচ্চবাচ্য করেননি। প্রধানত কেন্দ্রের তৃতীয় মোদি সরকারের ১০০ দিনের ‘সাফল্য’ নিয়ে বলতে গিয়ে ইপিএফের নয়া পেনশন ব্যবস্থা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন তিনি। 
১৯৯৫ সালের এমপ্লয়িজ পেনশন স্কিমের আওতায় থাকা গ্রাহকদের পেনশন কত হতে পারে, তা নির্দিষ্ট হয় একটি সমীকরণের মাধ্যমে। এক্ষেত্রে ওই গ্রাহকের গড় বেতন এবং পেনশন প্রাপ্তির কর্মজীবন গুণ করে তাকে ৭০ দিয়ে ভাগ করা হয়। সেই পরিমাণই ওই গ্রাহকের অবসর গ্রহণের পর সম্ভাব্য পেনশনের অঙ্ক। এক্ষেত্রে গড় বেতন বলতে পেনশন প্রাপ্তির ঊর্ধ্বসীমার বেতনকেই ধরতে হবে। বর্তমানে এর পরিমাণ মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত। ফলে কোনও কর্মী যত বেশি টাকাই বেতন পান না কেন, তাঁর ইপিএফ পেনশন প্রাপ্তির জন্য বেতনের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট থাকে মাসে ওই ১৫ হাজার টাকা পর্যন্তই। প্রধানত এ কারণেই ইপিএফ গ্রাহকদের মাসিক পেনশনের পরিমাণ কমে যায়। এদিন কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর দাবি, প্রস্তাবিত নয়া সমীকরণে মাসে তুলনায় অনেক বেশি পেনশন মিলবে গ্রাহকদের। প্রসঙ্গত, ইপিএফের উচ্চতর পেনশন প্রদান নিয়ে যে প্রক্রিয়া ইতিপূর্বেই শুরু করেছে মোদি সরকার, তাতে মাসিক ওই সর্বোচ্চ ১৫ হাজার টাকার ঊর্ধ্বসীমাই তুলে দেওয়ার কথা ভাবা হয়েছে। তা নিয়ে কেন আর কেন্দ্র কোনও উচ্চবাচ্য করছে না, সেই প্রশ্ন উঠছে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা