কলকাতা

বন্যায় ‘টান’ পদ্মে, পুজোয় দ্বিগুণ দামের শঙ্কায় বাঙালি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। সে কারণে দুর্গাপুজোয় ফুলের দাম বৃদ্ধির প্রবল আশঙ্কা। এর পাশাপাশি পদ্মের জোগানে টান পড়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এবার দুর্গার সন্ধিপুজোয় পদ্মফুল জোগাতে নাকানি‑চোবানি খেতে হবে বলে আশঙ্কা ফুল ব্যবসায়ীদের।
কলকাতার জগন্নাথ ঘাট ফুল বাজারের ফুলচাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, ‘কলকাতার ফুল বাজারে বেশি ফুল আসে দুই মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনা থেকে। তার মধ্যে দুই মেদিনীপুর ও হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়। তাই গত কয়েক দিন ধরেই কলকাতার বাজারে ফুলের দাম চড়চড় করে বাড়ছে।’ সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, ‘প্রয়োজনের তুলনায় জোগান খুব কম। ফলে ফুলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। জেলাগুলিতে বিঘার পর বিঘা ফুলের খেত চলে গিয়েছে জলের তলায়। কোথাও জলের তোড়ে ফুলগাছের গোড়া নড়বড়ে হয়ে গিয়েছে। ফলে জোগান অস্বাভাবিক কমেছে। এই অবস্থায় যে পরিমাণ ফুল কলকাতার বাজারে আসছে তার দাম অন্য সময়ের থেকে বেড়ে গিয়েছে অনেকটা।’
ক্রেতাদের বক্তব্য, দিনকয়েক আগেও কলকাতার ফুল বাজারের ছবিটা ছিল একেবারে ভিন্ন। বুধবারই পরিস্থিতি পাল্টে যায়। এদিন দুপুরে বাজারে গিয়ে দেখা গিয়েছে, ফুলের দাম বেশ চড়া। পাইকারি বাজারে দাম বেশি থাকায় শহরের খুচরো ফুল ব্যবসায়ীদের রীতিমতো মাথায় হাত। ফুল বাজারে কথা হচ্ছিল দমদমের খুচরো ফুল ব্যবসায়ী তপন দাসের সঙ্গে। তিনি বলেন, ‘পাইকারি বাজারেই যদি ফুলের দাম এত চড়া থাকে তাহলে আমরা কত দামে বিক্রি করব? এত দাম দেখে চিন্তা হচ্ছে।’ বউবাজারের ফুল ব্যবসায়ী সঞ্জীব হালদারের কথায়, ‘শেষপর্যন্ত এবার পুজোয় ফুলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কে জানে? গাঁদা, জুঁই, রজনী, পদ্ম, বেল, অপরাজিতা, গোলাপ সহ প্রতিটি ফুলের দামই বেড়ে গিয়েছে।’ কলকাতার ফুল বাজারে এসেছিলেন বাগনানের এক ফুল ব্যবসায়ী। তিনি বলেন, ‘কুচো দোপাটি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পরিস্থিতি যা তাতে খুচরো ব্যবসায়ীরা ২০ থেকে ২৫ টাকার কমে একমুঠো কুচো ফুল বিক্রি করতে পারবেন না।’ কোলাঘাট ও দেউলিয়ার দুই ব্যবসায়ী ফুল কিনতে বাজারে এসেছিলেন। অমল কর ও শুভেন্দু সামন্ত নামে এই দুই ব্যবসায়ী বলেন, ‘পুজোর সময় ফুলের আকাল হবে। এবার পুজোয় প্রতি পিস পদ্মফুলের দাম কম করে ৫০ টাকা থেকে ৬০ টাকা হবে।’ -নিজস্ব চিত্র
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা