কলকাতা

বিশ্বকর্মা বিসর্জনে বিপত্তি, প্রতিমা সহ গঙ্গায় লরি

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিশ্বকর্মা প্রতিমা ভাসান দিতে গিয়ে গঙ্গায় জোয়ারে ভেসে গেল আস্ত একটি লরি। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর ঘাটে। এই ঘটনায় কেউ আহত হননি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে শিবপুর থানার পুলিস ও উদ্ধারকারী দলের সদস্যরা। ঘণ্টা দুয়েকের চেষ্টায় লরিটিকে ঘাটে তোলা সম্ভব হয়েছে। পুলিসি ব্যারিকেড সরিয়ে কীভাবে লরিটি নদীর একেবারে পাড়ে চলে গিয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিন দুপুরে শিবপুর ঘাটে ছোট ছোট কারখানা ও দোকানের বিশ্বকর্মার বিসর্জন চলছিল। ঘাটে সেই সময় ভালোই ভিড় ছিল। ডোমজুড়ের জালান কমপ্লেক্স এলাকার একটি কারখানার কর্মী ও শ্রমিকরা লরি করে দু’টি প্রতিমা নিয়ে এসেছিলেন বিসর্জন দিতে। স্থানীয় বাসিন্দাদের কথায়, সাধারণত লরি রাস্তায় রেখে কাঁধে করে ঢাল বেয়ে নদী পর্যন্ত প্রতিমা নিয়ে যান সবাই। কিন্তু ওই লরিটি ব্যাক গিয়ারে ঢাল বেয়ে নদীর কাছে এগতে থাকে। সেই সময় নদীতে জোয়ার ছিল। জল ক্রমেই বাড়ছিল। লরিকে নদীর পাড়ে দাঁড় করানোর চেষ্টা করলেও চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলে মূর্তি সমেত সরাসরি নদীতে ডুবে যায় লরি। ড্রাইভার ও কারখানার প্রায় ১৫ জন কর্মী-শ্রমিক ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। কেউ কেউ সাঁতরে পাড়ে উঠে আসেন। সংস্থার এক কর্মচারী তন্ময় দাস বলেন, ‘আমরা ভেবেছিলাম লরিকে নদীর পাড়ে নিয়ে যেতে পারলে দু’টি বড় প্রতিমা নামানো সহজ হবে। কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটবে, ভাবতে পারিনি’। লরিচালক অখিলেশ সিং বলেন, ‘গাড়ি যাতে গড়িয়ে না যায়, সেজন্য চাকার পিছনে কাঠের বড় টুকরো রাখা হয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। লরি নদীতে নেমে যাওয়ায় ঝাঁপ দিতে বাধ্য হয়েছি।’
ঘটনার মিনিট দশেকের মধ্যেই শিবপুর থানার পুলিস এসে ঘাট ফাঁকা করে দেয়। এরপর উদ্ধারকারী দলের সদস্যরা মেশিনের সাহায্যে লরিটিকে পাড়ে তুলে আনেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন একের পর এক প্রতিমার ভাসান হয়েছে। অথচ সেই সময় ঘাটে কোনও পুলিস ছিল না। ব্যারিকেড রাখা থাকলেও তা সরিয়ে ঢুকে পড়ে লরিটি। হাওড়া পুলিস কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কেউ আহত হননি। লরিটি ব্রেক ফেল করায় নদীতে পড়ে গিয়েছিল। পুলিস দ্রুত উদ্ধারের কাজ করেছে।’ 
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা