বিদেশ

ইউক্রেন সংকটের পর প্রথম রাশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি: দু’দিনের রাশিয়া সফরে সোমবার মস্কো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর এটাই তাঁর প্রথম মস্কো এলেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরোভ। সেখানে মোদিকে গার্ড অব অনার দেওয়া হয়। একই গাড়িতে হোটেলে পৌঁছান মোদি ও মান্তুরোভ। সেখানে রুশ শিল্পীরা হিন্দি গানের তালে নেচে মোদিকে অভ্যর্থনা জানান। এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার তাঁরা ২২তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। মোদি ও পুতিনের আলোচনায় দুই দেশের মধ্যে শক্তি, বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে বলে সূত্রের খবর। ২০২১ সালের ডিসেম্বরে শেষবার ভারত-রাশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেবার এই উপলক্ষ্যে দিল্লিতে এসেছিলেন পুতিন। এরপর ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় মস্কো। সেই সংঘাত এখনও থামেনি। এই আক্রমণ নিয়ে রাশিয়া ঘরে-বাইরে চাপে প‌ড়লেও ভারত কখনই মস্কোর বিরুদ্ধে মুখ খোলেনি। বরং আলোচনার মাধ্যমেই এই সংঘাত থামানোর উপর বারবার জোর দিয়েছে দিল্লি। মোদি-পুতিনের আলোচনায় ইউক্রেন প্রসঙ্গ ওঠে কিনা, সেদিকে নজর রয়েছে সকলের।
রাশিয়া উড়ে যাওয়ার আগে মোদি বলেন, ‘ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক গত ১০ বছরে আরও উন্নত হয়েছে। শক্তি, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আদানপ্রদান বেড়েছে। আমি বন্ধু রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা করতে এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি। আমরা একটি শান্ত ও স্থিতিশীল অঞ্চল গড়ে তুলতে ভূমিকা নিতে চাই।’ মস্কো থেকেই অস্ট্রিয়া সফরে যাবেন মোদি। গত ৪০ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে যাবেন। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা