কলকাতা

ঘূর্ণাবর্তের জেরে রবিবারেও শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখেই রাজ্যে বৃষ্টির জেরে চিন্তায় আমজনতা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। যদিও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গতকাল, শনিবার দুর্বল হয়ে গিয়েছে। সেটি এখন ঘূর্ণাবর্ত হিসেবে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে। এর প্রভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আজ, রবিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এদিন থেকেই শহরে বৃষ্টি কমবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।
ইতিমধ্যেই শহরের একাধিক প্যান্ডেল খুলে গিয়েছে দর্শনার্থীদের জন্য। ভিড়ও হচ্ছে বিভিন্ন মণ্ডপে। কিন্তু পুজো উদ্যোক্তা বা দর্শনার্থীদের মনে একটাই চিন্তা, বৃষ্টি! হাওয়া অফিসের পূর্বাভাস আজ, রবিবার থেকেই শহর তথা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আগামী কাল, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুজোয় কী হবে? সেই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হলেও বড় ধরনের দুর্যোগ পরিস্থিতির আশঙ্কা এখনও পর্যন্ত নেই। এদিকে গতকাল, শনিবার বিকেলে শহরে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে অনেকটাই।
আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৪ ডিগ্রি কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৭ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে ১৩.৯ মিমি বৃষ্টি হয়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা