রাজ্য

পরকীয়ার কথা ফাঁস, ক্ষোভে প্রতিবেশী মহিলাকে খুন প্রৌঢ়ের! গ্রামবাসীদের মারধরে মৃত অভিযুক্ত  

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পরকীয়ার কথা সবাইকে জানিয়ে দেওয়ায় প্রতিবেশী মহিলাকে খুন করল এক প্রৌঢ়। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ভুবনমঙ্গলপুরে। অভিযুক্তের নাম সুখচাঁদ মাইতি(৬০)। অভিযুক্ত প্রৌঢ়কে হাতের কাছে পেয়ে তাঁকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। বেদম মারে গুরুতর জখম হন সুখচাঁদ মাইতি। সেই অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সূত্রপাত গত ৪ সেপ্টেম্বর। সুখচাঁদের সঙ্গে ওই গ্রামেরই এক প্রৌঢ়াকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেন প্রতিবেশী খুকুরানী শীট(৪৬)। এরপরই বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হয়। পরকীয়াতে লিপ্ত সুখচাঁদ! সেই কথাই সকলকে জানিয়ে দেয় খুকুরানী। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী খুকুরানীর উপর বেজায় চটে যান ওই প্রৌ‌ঢ়। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন সুখচাঁদ। এমনকী খুকুরানীর মুখে বিষও ঢেলে দেন তিনি। গুরুতর জখম অবস্থায় খুকুরানীকে তমলুক শহরে একটি নার্সিংহোমে ভর্তি করে তাঁর পরিবারের সদস্যরা। আজ, রবিবার ভোর ৪টের সময়ে খুকুরানী তমলুকের ওই নার্সিংহোমে মারা যান। এরপরই ভুবনমঙ্গলপুরে চরম উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা জোট বেঁধে সুখচাঁদ এবং তাঁর সঙ্গী ওই প্রৌঢ়ার উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় সুখচাঁদকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুখচাঁদ এবং ওই প্রৌ‌ঢ়াকে উদ্ধার করে পুলিস। গুরুতর জখম অবস্থায় সুখচাঁদকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা