রাজ্য

বিরূপাক্ষের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারকে হুমকির অভিযোগ

সংবাদদাতা, উলুবেড়িয়া: আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বর্ধমান মেডিক্যাল কলেজের এক সিনিয়র চিকিৎসককে নিয়ে বিতর্ক দানা বাঁধছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় ইতিমধ্যেই তাঁকে মেডিক্যাল কাউন্সিল সাসপেন্ড করেছে। এবার সেই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসককে। সোমবার সাধারণ মানুষের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে অভয়া ক্লিনিক চালু করে এই অভিযোগ করল হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক অ্যাসোসিয়েশন।
এদিন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক শুভদীপ বসু অভিযোগ করেন, অন্যান্য মেডিক্যাল কলেজের মতো উলুবেড়িয়া মেডিক্যাল কলেজেও ‘থ্রেট কালচার’ শুরু হয়েছে। এখানকার সিনিয়র রেসিডেন্টদের সঙ্গে যাতে জুনিয়র রেসিডেন্টরা মিশে না যান এবং সেমিনারে যাতে তাঁরা না যান, তার জন্য হুমকি দিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। শুভদীপের আরও অভিযোগ, সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র সৌরভ দোলুই ফোন করে ওঁদের ইউনিটে থাকার জন্য এক জুনিয়র চিকিৎসককে ভয় দেখিয়েছিলেন। তিনি বলেন, আমরা এ ব্যাপারে কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি পুলিসে অভিযোগ দায়ের করার কথাও বলব। চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত এই দু’জন এর আগে দু’-একবার উলুবেড়িয়া মেডিক্যাল কলেজেও এসেছিলেন। তার প্রমাণ আমাদের কাছে আছে। অভিযুক্তরা অন্য কলেজ থেকে এখানকার জুনিয়রদের কন্ট্রোল করার কথা বলেছিলেন। এমনকী, প্রশ্নপত্র দিয়ে পাশ করিয়ে দেওয়ার প্রলোভনও দেখিয়েছিলেন। এনিয়ে আমরা ইতিমধ্যেই কলেজের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছি। সদস্যদের বক্তব্য, উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে এইসব ঘটনা আটকানোর পাশাপাশি এখানে এইসব চক্র যাতে চালাতে না পারে, সেই লক্ষ্যে আমরা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অ্যাকশন কমিটির কাছে স্মারকলিপি জমা দেব। এ সবের বিরুদ্ধেই আমরা উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে সিনিয়র ও জুনিয়র রেসিডেন্টরা আন্দোলন করছি। এদিন চিকিৎসকরা বলেন, আমরা এখানে অভয়া ক্লিনিক চালু করেছি। এখানে রোগী পরিষেবা দেওয়ার পাশাপাশি ওষুধপত্রও দেওয়া হচ্ছে। এদিকে, এ সম্পর্কে অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। এক চিকিৎসক নেতার উস্কানিতেই এসব হচ্ছে।
10d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা