রাজ্য

শান্তনুর ‘পারমিট’ নিয়ে বিএসএফের রিপোর্ট চাইল কেন্দ্র, তোপ মহুয়ারও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সই করা একটি ‘পারমিট’। আর সেটাই এখন জাতীয় স্তরে বিতর্কের কেন্দ্রে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ কারবারে কীভাবে ব্যবহার হতে পারে এই ‘পারমিট’? এই প্রশ্ন এখন সর্বত্র। রবিবার এ সংক্রান্ত খবর ‘বর্তমান’-এ প্রকাশ হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। কারণ, গো-সংরক্ষণের পক্ষে সওয়ালকারী গেরুয়া পার্টির টিকিটে জিতেই দ্বিতীয়বার মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন শান্তনু ঠাকুর। তিনিই নিজের লেটার হেডে জনৈক জিয়ারুল গাজিকে বিনা বাধায় গো-মাংস কারবার চালানোর সুপারিশ করেছিলেন। অবাধে জিয়ারুলকে ব্যবসা চালিয়ে যেতে বর্ডার সিকিওরিটি ফোর্সের (বিএসএফ) কর্তাকে লিখিত আবেদন করেছিলেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দর রাষ্ট্রমন্ত্রী। দিল্লি সূত্রের খবর, বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিএসএফ কর্তার কাছে জানতে চাওয়া হয়েছে, এই ধরনের পারমিটে কীভাবে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ব্যবসায় ছাড় দেওয়া হয়? আগামী কাল বুধবার বাগদা বিধানসভা উপনির্বাচন। আর এই আবহে মোক্ষম ইস্যু হাতে এসে গিয়েছে তৃণমূলের। স্বাভাবিকভাবেই শান্তনুবাবুর বিরুদ্ধে সুর চড়িয়েছে তারা। কৃষ্ণনগরের তৃণমূল এমপি মহুয়া মৈত্র সোমবার এক্স হ্যান্ডলে ‘বর্তমান’-এ প্রকাশিত শান্তনু ঠাকুরের সই করা সেই পারমিটের ছবি পোস্ট করে সরাসরি অমিত শাহের মন্ত্রককে নিশানা করেছেন। তাঁর বক্তব্য, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিজের সরকারি লেটার হেডে পাচারকারীদের জন্য পাস ইস্যু করছেন! যাতে বর্ডারে বিএসএফ ৩ কেজি গো-মাংস পারপার করার অনুমতি দেয়!’
রবিবারই কিন্তু রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বনগাঁর বিজেপি সাংসদ জিয়ারুলকে পারমিট ইস্যুর বিষয়টি স্বীকার করে নিয়েছেন শান্তনুবাবু। তাঁর দাবি, বিএসএফের মধ্যে কিছু অফিসার বিষয়টি নিয়ে জলঘোলা করছে। এই ধরনের পারমিট তৃণমূলের পঞ্চায়েত পর্যায়ের নেতারাও ইস্যু করেন বলে দাবি মোদির মন্ত্রীর। যদিও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন। তাঁর পাল্টা প্রশ্ন, ‘পঞ্চায়েতের কোনও মামুলি সদস্যের লিখিত আবেদন বিএসএফ কর্তারা গ্রাহ্য করবেন কী? বরং স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীর লেটার হেডে স্বাক্ষরিত ফর্ম দেখলে তাঁরা গুরুত্ব দেবেন।’ তাই নিজের পদ ব্যবহার করেই শান্তনু ঠাকুর পাচারের মতো বেআইনি কাজকে মদত দিচ্ছেন বলে দাবি বিশ্বজিৎবাবুর। এই অভিযোগকে আরও ইন্ধন দিয়েছেন ওই জিয়ারুল। রবিবার তিনি দাবি করেছিলেন, বাড়িতে গো-মাংস নিয়ে যাওয়ার জন্য স্থানীয় এমপির পারমিট দিয়েছিলেন বিএসএফের হাতে। কিন্তু সোমবার তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর অনুগামীরা জোর করে তাঁকে সাংবাদিক সম্মেলনে তুলে নিয়ে যায়। তাঁকে বাধ্য করা হয় সাংবাদিকদের সামনে ওইসব কথা বলতে। পাশাপাশি এই পারমিট হাতে পেতে তাঁকে টাকা দিতে হয়েছে বলেও অভিযোগ করেছেন জিয়ারুল। স্বরূপনগরের হাকিমপুর এলাকায় শান্তনু ঠাকুরের নির্বাচনী এজেন্ট এভাবে পারমিট বিক্রি করে টাকা তোলেন বলেও অভিযোগ করেন তিনি। যদিও কেন্দ্রীয় মন্ত্রী জিয়ারুলের এই দাবি মাননে চাননি। তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা। ওই ব্যক্তি গতকাল নিজেই সব কথা বলেছিলেন। আমাদের হয়ে যাঁরা কথা বলেন, তৃণমূল তাঁদের ভয় দেখিয়ে মিথ্যা বলায়। এক্ষেত্রেও তাই হয়েছে।’
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা