কলকাতা

উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে গোবরডাঙায় চালু সুস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চিকিৎসা পরিষেবায় নতুন উদ্যোগ গ্রহণ করল গোবরডাঙা পুরসভা। প্রসূতি মা, শিশু সহ সর্বসাধারণের চিকিৎসার জন্য সোমবার উদ্বোধন হল সুস্বাস্থ্য কেন্দ্র। পুরসভা পরিচালিত নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। আগামী ২১ সেপ্টেম্বর গোবরডাঙায় আরও একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
বাম আমলে গোবরডাঙার মানুষের চিকিৎসার জন্য তৈরি হয়েছিল গোবরডাঙা হাসপাতাল। কিন্তু বছরের পর বছর তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। করোনাকালে এই হাসপাতালকে ৫০ বেডের কোভিড হাসপাতালে পরিণত করেছিল রাজ্য সরকার। কিন্তু কোভিড পর্বের পর ফের তা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোবরডাঙা হাসপাতালকে চালু করার আশ্বাস দেন। আর জি কর কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। গোবরডাঙার অধিকাংশ মানুষকে চিকিৎসার জন্য হয় হাবড়া, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, না হয় বনগাঁ মহকুমা হাসপাতালে যেতে হয়। আবার কেউ কেউ বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালেও আসেন। এই তিন হাসপাতালে চিকিৎসা পরিষেবা অবশ্য সচল রয়েছে। স্থানীয়দের চিকিৎসার জন্য গোবরডাঙা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে সোমবার সুস্বাস্থ্য কেন্দ্র চালু হল। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই দোতলা ভবন তৈরি করতে খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। এখানে থাকবেন একজন চিকিৎসক, দু’জন নার্স, স্বাস্থ্যকর্মী সহ আশাকর্মীরা। গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, এই পুরসভা এলাকায় এনিয়ে পাঁচটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হল। আরও একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে। এখানে সাধারণ মানুষ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা পাবেন। শিশু ও প্রসূতি মায়েরা সব ধরনের চিকিৎসা পাবেন। তিনি বলেন, গোবরডাঙায় হাসপাতাল চালু করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেটি চালু হয়ে গেলে চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে। -নিজস্ব চিত্র
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা