কলকাতা

জলমগ্ন আন্ডারপাস, পুরনো রেল গেট চালু করার দাবি বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মছলন্দপুর ও গোবরডাঙা স্টেশনের মধ্যবর্তী অংশে ৩৭ নম্বর রেলগেটের আন্ডারপাসের জলযন্ত্রণায় নাজেহাল এলাকার বাসিন্দারা। তাই, জলমগ্ন এই আন্ডারপাস বন্ধ করে পুরানো ৩৭ নম্বর রেলগেট চালুর দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার পূর্বরেলের শিয়ালদহ ডিভিশনের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসার পর তাদের ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন। আন্ডারপাস বন্ধ করে রেলগেট চালু করার দাবিও তোলেন তাঁরা।
শিয়ালদহ-বনগাঁ শাখার গোবরডাঙা ও মছলন্দপুর স্টেশনের মাঝখানে রয়েছে ৩৭ নম্বর রেলগেট। এর পূর্ব দিকে রয়েছে নিমতলা। পশ্চিম দিকে ঘোষপাড়া। মাঝখানে আন্ডারপাস। কিন্তু এই আন্ডারপাস জলমগ্ন হয়ে রয়েছে। চলাচলের সুবিধার জন্য আন্ডারপাস করা হলেও সেটা ব্যবহার করতে পারছেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, নির্মাণের ত্রুটির কারণে বছরের অধিকাংশ সময়েই জল জমে থাকে এই আন্ডারপাসে। ফলে আন্ডারপাস দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। বাধ্য হয়েই বন্ধ হয়ে যাওয়া ৩৭ নম্বর রেলগেটের রেলিং টপকে যাতায়াত করেন তাঁরা। জীবনের ঝুঁকি নিয়েই স্কুল পড়ুয়ারা রেললাইন পারাপার করছে। অনেক সময়ে সাইকেল উঁচুতে তুলে রেলিং টপকাতে হয়। এদিন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এলে তাঁদের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি তোলেন, পুরানো রেলগেট ফের চালু করতে হবে। যদিও রেলের আধিকারিকেরা পাম্প বসিয়ে জল নিকাশের ব্যবস্থা করেন।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা