কলকাতা

দুপুরেই ভিড়, সন্ধ্যার বাজারে পুজোর দামামা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজার কি আদৌ ছন্দে ফিরবে? পুজোর আগে কি হাসি ফুটবে পোশাক থেকে শুরু করে জুতো বিক্রেতাদের? দিন কয়েক  আগেও এই চিন্তা রাতের ঘুম কেড়েছিল ব্যবসায়ীদের। যাঁরা নতুন স্টক তুলতে লক্ষ লক্ষ টাকা লগ্নি করেছেন, তাঁদের ঘরে সেই টাকা ফিরবে কি? দুশ্চিন্তার অন্ত ছিল না তাঁদের। নিম্নচাপের বৃষ্টি শেষে রোদ ওঠার মতোই হাসি ফিরল পুজোর বাজারের। চেনা ছন্দে ফিরল কলকাতার প্রায় সব বড় মার্কেট। ব্যবসায়ীরা বলছেন, এই পরিস্থিতি যদি ষষ্ঠী পর্যন্ত চলতে থাকে, তবেই তাঁরা চিন্তামুক্ত হবেন। অন্য বছরে যে পরিমাণ বিক্রিবাটা হয় এবং লাভের অঙ্ক ঘরে ওঠে, সেই সুদিন হয়তো এবার দেখা যাবে না। কারণ, বাজার চাঙ্গা হয়েছে অনেকটা দেরিতে। কিন্তু যেটুকু কেনাবেচা হবে, তাতে হতাশা ঝেড়ে ফেলা যাবে বলেই মনে হচ্ছে।
বৃহস্পতিবারের দুপুরটাই দেখিয়ে দিয়েছে, খরা কেটেছে। প্রমাণ মিলেছে গড়িয়াহাটেই। সর্বদা ব্যস্ত এই মোড়ে মানুষের ভিড় এদিন বেড়ে যায় অনেক গুণ। ছ’জন ট্রাফিক সার্জেন্ট সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। অন্যান্য বছরের মতো রাস্তায় বাঁশের বেড়া বসিয়ে অবাধ্য ক্রেতাদের পথ আটকাচ্ছিলেন তাঁরা। বড় শাড়ির দোকান তো বটেই, ফুটপাতে পসরা সাজিয়ে যাঁরা পোশাক বিক্রি করেন, ব্যস্ততা ছিল তাঁদেরও। মহিলাদের ঘরোয়া পোশাকের ঩বিক্রেতা সুভাষ বৈদ্য জানালেন, ক্রেতাদের এই আনাগোনায় তাঁরা সন্তুষ্ট। যেটুকু বিক্রিবাটা চলছে, তা যদি আগামী কয়েক দিন ধরে রাখা যায়, তাহলে খারাপ ব্যবসা হবে না। আর যদি ভিড় বাড়ে, তাহলে তো কথাই নেই।  
হাতিবাগানে শাড়ির ব্যবসা রয়েছে রঞ্জন রায়ের। তাঁর কথায়, গত শনি-রবির বৃষ্টির মধ্যেও জাঁকিয়ে বাজার হয়েছে। বিশেষ করে রবিবার বিকেল থেকেই যেন পুজো মার্কেটিংয়ের বোধন হয়েছিল এই চত্বরে। সেই রেশ চলছে এবং বাড়ছে পুজোর দামামা। বাজেট কম হলেও, মানুষ কিছু না কিছু কিনছেন। রঞ্জনবাবু বলেন, ‘এই বাজার যদি আর দিন পনেরো আগে শুরু হতো, কথাই ছিল না।’ 
বৃহস্পতিবার দুপুর থেকেই নিউ মার্কেটে চত্বরে ভিড় ছিল জমজমাট। হগ মার্কেটের সামনের রাস্তায় জুতো, ব্যাগ, খেলনা, ওড়না বা ইমিটেশন গয়নার কেনাবেচা চলল দেদার। হগ মার্কেটের ভিতরে ভিড় উপচে না পড়লেও ক্রেতাদের আনাগোনা ভালোই ছিল। বরং এসএন ব্যানার্জি রোডের উপরের মলগুলিতে যথেষ্ট ভিড় ছিল এদিন। সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত বিক্রিবাটাও চলেছে দেদার। নামজাদা জুতোর দোকানগুলিতে চেনা ছন্দে ফিরল ভিড়। পুজোর বাজার পুরনো ছন্দে ফেরায় চাঙ্গা চাউমিন-রোল বিক্রেতারাও। সব মিলিয়ে কাজের দিনের পুজো মার্কেটিং জানান দিল, উৎসবে ফিরতে প্রস্তুত শহর কলকাতা। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা