কলকাতা

থ্রেট সিন্ডিকেটের অভিযোগে ৫১ জন ডাক্তারকে নোটিস আর জি করের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, উলুবেড়িয়া: হাসপাতালের ভিতরে গণতান্ত্রিক পরিবেশে বাধা দেওয়া এবং ভীতি প্রদর্শনের অভিযোগে ৫১ জন চিকিৎসককে চিহ্নিত করল আর জি কর হাসপাতাল। তাঁদের সোমবারই নোটিস পাঠানো হয়েছে। তাঁদের হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত চলাকালীন হাসপাতাল চত্বরে প্রবেশ ও কলেজে যে কোনও কাজে যোগদানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতেও সওয়াল-জবাবের মধ্যে সেই বিষয়টি উঠে আসে। ওয়াকিবহাল মহলের মতে, নিরাপত্তার কথা মাথায় রেখেই থ্রেট সিন্ডিকেট চালানোয় অভিযুক্ত ৫১ জনকে চিহ্নিত করে কার্যত আন্দোলনকারীদের দাবি মেনে নিল রাজ্য সরকার। অন্যদিকে, আজ মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। দুপুর বারোটায় সল্টলেক করুণাময়ী থেকে শুরু হবে মিছিল। দুই স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্যসচিবের পদত্যাগ দাবিতে এদিনের অভিযান করবেন তাঁরা। সোমবার রাতে সাংবাদিক বৈঠক করে আন্দোলনরত চিকিৎসকরা বলেন, আগের পাঁচ দাবি ছাড়াও নতুন কর্মসূচি নেওয়া হয়েছে।  
এদিকে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে বর্ধমান মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নাম জড়িয়েছে। এবার তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসককে। সোমবার সাধারণ মানুষের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে অভয়া ক্লিনিক চালু করে এই অভিযোগ করল হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক অ্যাসোসিয়েশন। এদিন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক শুভদীপ বসু অভিযোগ করেন, উলুবেড়িয়া মেডিক্যাল কলেজেও ‘থ্রেট কালচার’ শুরু হয়েছে। যদিও বিরূপাক্ষ বিশ্বাস বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। এক চিকিৎসক নেতার উস্কানিতেই এসব হচ্ছে।
10d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা