কলকাতা

ছেলেধরার গুজবে ছড়াচ্ছে আতঙ্ক, মাইক নিয়ে রাস্তায় পুলিস-প্রশাসন

সংবাদদাতা, কাকদ্বীপ: গত কয়েকদিন ধরে ছেলেধরার গুজবে আতঙ্ক ছড়াচ্ছে সাগর ব্লক এলাকায়। শুধু সাগর নয়, আশেপাশের ব্লকগুলিতেও এই গুজব ছড়াচ্ছে। তাই মানুষের মন থেকে আতঙ্ক কাটাতে পুলিস ও ব্লক প্রশাসনকে মাইক নিয়ে রাস্তায় নামতে হল। 
জানা গিয়েছে, গত কয়েকদিন আগে সাগরের একটি স্কুলের প্যাডে ছাত্রছাত্রীর অভিভাবকদের সতর্ক করতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একটি ছেলেধরার কাহিনী উল্লেখ করা হয়। তবে এই স্কুলের প্যাডে কোনও তারিখ ও শিক্ষকের স্ট্যাম্প ও সই ছিল না। বিজ্ঞপ্তিটি ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মুছেও ফেলা হয়। স্কুল কর্তৃপক্ষ বুঝতে পারে, ছেলেধরার কাহিনীটি সম্পূর্ণ গুজব ছিল। এরপরই ওই স্কুলের প্যাডে দুঃখপ্রকাশ করে আর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু দ্বিতীয়টির থেকে প্রথম বিজ্ঞপ্তিটি সামাজিক মাধ্যমে বেশি ছড়িয়ে পড়ে। কয়েকদিন পর দেখা যায়, সাগরের আরও একটি স্কুল তাদের প্যাডে ছেলেধরার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই গুজবকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত মানুষের মনের ভয় কাটাতে পুলিস ও ব্লক প্রশাসনকে ছেলেধরা গুজবের বিষয়ে মাইকিং করতে হয়। পুলিস প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই এলাকায় কোনও ছেলেধরার ঘটনা ঘটেনি। তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেউ যদি ছেলেধরার কোনও গুজব ছড়ায়, তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
নিজস্ব চিত্র
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
7th     July,   2024
দিন পঞ্জিকা