কলকাতা

দুর্গম পানপাথিয়া কল জয়  করলেন বাগনানের বিধায়ক

সংবাদদাতা, উলুবেড়িয়া: ছোট থেকেই পাহাড়ে যাওয়ার নেশা বাগনানের বিধায়ক অরুণাভ সেনের (রাজা)। পর্বতারোহণের প্রথাগত প্রশিক্ষণ নেওয়ারও ইচ্ছে ছিল তাঁর। কিন্তু ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পাওয়ায় সেই ইচ্ছে আর বাস্তবায়িত হয়নি। কিন্তু একেবারে হাল ছেড়ে দেননি তিনি। সম্প্রতি তিনি উত্তরাখণ্ডের দুর্গম গিরিপথ পানপাথিয়া কল অভিযান শেষ করেছেন সফলভাবে। কয়েকদিন আগে লোকসভা নির্বাচনের পর্ব মিটেছে। টানা দু’মাস প্রচারের ব্যস্ততা শেষে নিরঙ্কুশ জয়ও পেয়েছে তাঁর দল। তারপরই হাওড়া (গ্রামীণ) জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণাভবাবু বাগনান মাউন্টেনিয়ারিং লাভার্স অ্যান্ড এক্সপিডিশন গ্রুপের পাঁচ সদস্যকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন পানপাথিয়া কল অভিযানে। ২৬ জুন উত্তরাখণ্ডের বদ্রীনাথের হনুমান চটি থেকে তাঁরা মূল অভিযান শুরু করেছিলেন। দিল্লির দুই মহিলা আভিযাত্রী তাঁদের সঙ্গে ছিলেন। সাতদিন পর, ২ জুলাই ৫,২৬০ মিটার উঁচু পানিপাথিয়া কল পৌঁছন তাঁরা। সেখানে পৌঁছে বিধায়ক জাতীয় পাতাকার পাশাপাশি তৃণমূলের দলীয় পাতাকাও ওড়ান। তারপর সুরজতাল, সুজন সরোবর, মদমহেশ্বর হয়ে হরিদ্বারে ফেরেন তাঁরা। পানপাথিয়া কল ট্রেকিংয়ের এই রুটটি কেদার ও বদ্রীর সংযোগকারী ট্রেকিং রুট। 
অরুণাভবাবু বলেন, ‘দুগর্ম পথে ট্রেকিং করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকার আনন্দই আলাদা। সেটা রাজনীতি হোক বা ট্রেকিং।’ তিনি  জানান, এই অভিযানে শেরপা সোহম সিং বিস্ত ছাড়াও ১৩ জন পোর্টার তাঁদের সঙ্গী হয়েছিলেন। আগামী দিনে এরকম আরও দুর্গম গিরিপথ অভিযানে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে অকপটেই জানালেন তিনি।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা