কলকাতা

অটল পেনশন যোজনা, গ্রাহক বৃদ্ধিতে ভরসা বাংলাই, বলছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অটল পেনশন যোজনায় রেকর্ড সংখ্যক গ্রাহক বেড়েছে গত আর্থিক বছর, অর্থাৎ ২০২৩-২৪ সালে। সেই সাফল্যের অন্যতম ভাগীদার বাংলা। এমনটাই দাবি করল কেন্দ্র। এই কেন্দ্রীয় স্কিমের নিয়ন্ত্রক সংস্থা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা পিএফআরডিএ। তারা জানাচ্ছে, পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের আলাদা আলাদা স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি বা এসএলবিসি’র বৈঠকে অটল পেনশন যোজনায় গ্রাহক বাড়ানোর জন্য টার্গেট স্থির করা হয়েছিল। সেখানে গত অর্থবর্ষের জন্য বাংলায় এই স্কিমে নতুন গ্রাহক বাড়ানোর জন্য যে টার্গেট স্থির হয়, তার ১৩৮ শতাংশ বৃদ্ধি সম্ভব হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে এনরোলমেন্ট। প্রসঙ্গত, এরাজ্যে এসএলবিসি’র বৈঠকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ও অর্থ দপ্তরের মুখ্য প্রধান উপদেষ্টা অমিত মিত্র।
কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগ঩শিপ পেনশন প্রকল্প অটল পেনশন যোজনায় ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত ব্যক্তিরা যোগদান করতে পারেন। প্রতি মাসে প্রিমিয়াম মেটাতে হয় সর্বোচ্চ ১ হাজার ৪৫৪ টাকা। এই প্রকল্পে গ্রাহকের বয়স ৬০ হলে, তিনি সর্বনিম্ন ১ হাজার টাকা ও সর্বোচ্চ ৫ হাজার টাকা পেনশন পান। পিএফআরডিএ জানাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে ১ কোটি ২২ লক্ষ নতুন গ্রাহক যোগ দিয়েছেন এই স্কিমে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছেন ৯ লক্ষ ৭৬ হাজার জন। ওই অর্থবর্ষের স্থির করা লক্ষ্যমাত্রার তুলনায় তা ১৩৮ শতাংশ বেশি। তবে টার্গেট ছাপিয়ে যাওয়ার নিরিখে পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির সাফল্য বাংলার তুলনায় আরও বেশি, জানিয়েছে পিএফআরডিএ। যেমন বিহারে লক্ষ্যমাত্রার ১৭৭ শতাংশ বেশি গ্রাহক বাড়ানো সম্ভব হয়েছে। ঝাড়খণ্ডে তা ১৫৮ শতাংশ। অসমে সেই হার ১৫৯ শতাংশ। পিএফআরডিএ জানাচ্ছে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত মিলিয়ে গত মার্চ পর্যন্ত গ্রাহক সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৯৩ লক্ষে। এর মধ্যে পশ্চিমবঙ্গে সেই গ্রাহক সংখ্যা প্রায় ৪৯ লক্ষ। প্রসঙ্গত, এই কেন্দ্রীয় পেনশন প্রকল্পে গ্রাহক সংখ্যার নিরিখে বাংলা রয়েছে চতুর্থ স্থানে। এর আগে আছে উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্র।
9d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি ক্ষেত্রে কোনও শুভ যোগাযোগ ও আয় বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্র শুভ। কাজকর্মে অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৬.৬৮ টাকা১১০.১৯ টাকা
ইউরো৮৯.৫৩ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা