বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

বিয়ের পর আবেগপ্রবণ হয়েছি: ভিকি

মুক্তির অপেক্ষায় ‘ব্যাড নিউজ’। ছবির মুখ্য অভিনেতা ভিকি কৌশল খোলাখুলি আড্ডায় ভাগ করে নিলেন নানা অজানা কথা।

‘ব্যাড নিউজ’-এর চরিত্রের সঙ্গে আপনার মিল কতটা?  
• অখিল চাড্ডা (ভিকির চরিত্র) দিল্লির ছেলে। হাসিখুশি, চিন্তাহীন। ছেলেটি আমার মতো পাঞ্জাবি গান খুব পছন্দ করে। চরিত্রের মতো আমিও নাচতে ভালোবাসি। ব্যক্তিজীবনে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই বিয়ে করেছিলাম। অখিলও তাই করতে চায়। এক কথার মানুষ আমরা। তবে আমি বোধহয় ওর থেকে একটু বেশি পরিণত। ওর মতো এতটা ছেলেমানুষি কখনও করব না।  
‘ব্যাড নিউজ’ অর্থাৎ কোনও খারাপ খবর এলে সামলান কীভাবে? 
• বাস্তব জীবনে যখন খারাপ খবর আসে, তাতে কমেডি থাকে না। পরিবার একটা বিরাট সাপোর্ট দেয়। বন্ধুরাও পাশে থাকে। তাই ভালো খবর হোক বা খারাপ খবর দুই ক্ষেত্রেই কাছের মানুষদের সঙ্গে শেয়ার করা গুরুত্বপূর্ণ। 
ক্যাটরিনাকে নিয়ে তো এই ছবিতে একটা মজার দৃশ্য রয়েছে। বাস্তবে স্ত্রীকে নিয়ে আপনি কতটা অবসেসড? 
• কথায় বলে না, ‘অপোজিট অ্যাট্রাক্টস’। আমাদের ক্ষেত্রেও তাই। আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা। তাই পরস্পরের জীবনের শূন্যস্থান পূরণ করি। দু’জনেই পজেসিভ, রোমান্টিক। 
বিয়ের পর আপনার মধ্যে কী কী পরিবর্তন হল? 
• একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি! (হাসি) 
আপনি নাকি বাবা হচ্ছেন? 
• (আরও জোরে হেসে) যদি সত্যি এমনটা হয় আমার থেকে বেশি খুশি আর কেউ  হবে না। আর এমন কোনও খবর ক্যাটরিনা আমাকে দিলে সবার আগে আমি নিজেই বলে দেব। ও জানে আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসি।  
আপনার নাচের স্টেপ তো ভাইরাল। ক্যাটরিনা একবার বলেছিলেন, আপনি দুর্দান্ত নাচেন...
• নাচ কখনও শিখিনি। ও আমার নাচের প্রশংসা আর সমালোচনা একসঙ্গে করে। এই প্রথমবার ‘তওবা’ গানের সঙ্গে নাচের জন্য ও ফুল মার্কস দিয়েছে। 
নাচের দৃশ্যর শ্যুটিংয়ের আগে স্ত্রীর থেকে টিপস নেন? 
• অবশ্যই। আমি ওকে রিহার্সালের ভিডিও দেখাই। ও সেটার উপর দীর্ঘক্ষণ কাটাছেঁড়া করে। আমি তো ক্যাটরিনাকে মাঝেমধ্যে বলি, একটা মাস্টার ক্লাস শুরু করো (হাসি)। 
ক্যাটরিনাকে দেওয়া আপনার সবচেয়ে মূল্যবান উপহার কোনটা? 
• আমরা দু’জনেই এমন একটা পেশায় রয়েছি, যেখানে ৯-৫টার কাজ নয়। সাপ্তাহিক ছুটির ব্যাপারও নেই। কখনও কখনও ২৪ ঘণ্টাও কাজ করতে হয়। তবে ছুটি পেলেই একসঙ্গে বাড়িতে বসে কফি খাই। সিনেমা দেখি। আড্ডা দিই। একসঙ্গে সময় কাটাই। এর চেয়ে বেশি আর কীই বা করতে পারি?  
আপনি নিজেকে স্বামী হিসেবে কত নম্বর দেবেন? 
• এখনও বোঝার চেষ্টা করছি স্বামী হওয়ার অর্থ কী? যাঁদের বিয়ের ২৫ বছর অতিক্রান্ত, তাঁরাও হয়তো সঠিক বুঝতে পারেন না।  
তৃপ্তি দিমরির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? 
• ও খুব সাধারণ পরিবারের মেয়ে। এত খ্যাতির পরও ওর মধ্যে এখনও সেই সাধারণ ব্যাপারটা রয়েছে। 
রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে অভিনয় করলেন কেন? 
• সমস্ত ঘরানার ছবির কাজ উপভোগ করতে চাই। হালকা মেজাজের চরিত্রে অভিনয় করার মধ্যেও আনন্দ রয়েছে। এরপর ‘ছাভা’ করছি।  সেটাও অন্য ঘরানার। ওই ছবিটা করার পর আমি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম। লক্ষ্মণ উতেকরের প্রথম পিরিয়ড ছবি। ওটার জন্য এখন থেকেই বেশ ভালো রেসপন্স পাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
শামা ভগত • মুম্বই
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা