খেলা

যুবভারতীতে প্রথম ডার্বি ১৯ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হল আইএসএলের ২০২৪-২৫ মরশুমের ক্রীড়াসূচি। আগামী ১৩ সেপ্টেম্বর যুবভারতীতে মোহন বাগান বনাম মুম্বই সিটি ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়ছে দেশের সেরা লিগের। পরের দিন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামবে ইস্ট বেঙ্গল। আর ১৬ সেপ্টেম্বর কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে নবাগত মহমেডান স্পোর্টিং। ইস্ট বেঙ্গলের প্রথম হোম ম্যাচ ২৭ সেপ্টেম্বর। প্রতিপক্ষ এফসি গোয়া। ১৯ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বি। তার তিনদিন বাদেই কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি’র বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। এদিকে, ২৬ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে ভুটানের পারো এফসি’র মুখোমুখি হবে কুয়াদ্রাত ব্রিগেড। এশিয়ান পর্বে খেলতে নামার আগে আইএসএলের দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় সূচি নিয়ে কিছুটা হলেও বিরক্ত লাল-হলুদ কর্তারা। এই প্রসঙ্গে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘এশীয় মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে আমাদের দল। সূচি ঘোষণার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা দরকার ছিল লিগ কমিটির। আমরা এটা নিয়ে কথা বলব।’
এবার মোট ১৩ দলের আইএসএল আয়োজিত হতে চলেছে। ইস্ট বেঙ্গল, মোহন বাগানের পাশাপাশি কলকাতা থেকে তৃতীয় দল হিসেবে প্রতিনিধিত্ব করবে মহমেডান স্পোর্টিং। লিগের সব হোম ম্যাচই কিশোরভারতী স্টেডিয়ামে খেলবে সাদা-কালো ব্রিগেড। আপাতত ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে লিগ কমিটির তরফে। তাতে দেখা যাচ্ছে, ৫ অক্টোবর মিনি ডার্বিতে মোহন বাগানের মুখোমুখি হবে মহমেডান। আর ৯ নভেম্বর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে চেরনিশভ-ব্রিগেড। জাতীয় দলের খেলা থাকায় অক্টোবরের ৫ থেকে ১৬ তারিখ আইএসএলের কোনও ম্যাচ হবে না। পাশাপাশি নভেম্বরেও ১২ দিন বন্ধ থাকবে খেলা।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা