খেলা

চার দশক পর আবার ভূস্বর্গে ফিরছে ক্রিকেট

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: প্রায় চার দশক পর আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট ফিরছে ভূস্বর্গে। আসন্ন লেজেন্ডস লিগের বেশ কিছু ম্যাচ হবে জম্মু ও কাশ্মীরে।  খেলতে দেখা যাবে প্রাক্তন তারকা ক্রিকেটারদের। এবছর লেজেন্ডস লিগ শুরু হবে ২০ সেপ্টেম্বর। যোধপুরে হবে ছ’টি ম্যাচ। তারপর সুরাটে হবে আরও ছ’টি খেলা। শেষ পর্বের ম্যাচগুলি হবে জম্মু ও কাশ্মীরে। ৩ অক্টোবর থেকে মোট ছ’টি ম্যাচ হবে জম্মুতে। আর ৯ অক্টোবর থেকে কাশ্মীরে হবে আরও সাতটি ম্যাচ। আয়োজক কমিটির অন্যতম কর্তা রামন রাহেজা জানান, ‘ম্যাচগুলি হবে টি-২০ ফরম্যাটে। এবারের আসরে খেলবেন উপুল তরঙ্গা, তিলকরত্নে দিলশন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, ইয়ান বেলের মতো প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররা। বিশ্বের মোট ১২৪ জন ক্রিকেটার লেজেন্ডস লিগে অংশ নেবেন।’
শ্রীনগরের বকশি স্টেডিয়ামে খেলাগুলি হবে। তবে এই মাঠ ফুটবলের জন্যই বেশি পরিচিত। ক্রিকেটের পিচ তৈরির জন্য বিদেশ থেকে কিউরেটর আনা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। গ্যালারিও সাজিয়ে তোলা হচ্ছে। মোট দর্শকাসন ৩০ হাজার। দু’একদিনের মধ্যে টিকিট বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে। প্রায় ৩০টি দেশের খেলোয়াড় অংশ নেবেন লেজেন্ডস লিগে। তবে পাকিস্তানের কোনও খেলোয়াড় নেই সেই তালিকায়। উল্লেখ্য, ১৯৮৩ সালে শ্রীনগরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। নিরাপত্তা সংক্রান্ত কারণে তারপর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি ভূস্বর্গে। 
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা