বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

নামাজ-আজানের সময় দুর্গাপুজোয় কাঁসর-ঘণ্টা নয়, ফতোয়া বাংলাদেশে

ঢাকা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু, পালা বদল হতেই শারদোৎসবের উপর বিধিনিষেধ আরোপ করল বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার। দেশের স্বরাষ্ট্র পরামর্শদাতা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, আজান ও নামাজের পাঁচ মিনিট আগে থেকে ঘণ্টা-কাঁসর বা কোনও বাদ্যযন্ত্র বাজানো যাবে না। সাউন্ড সিস্টেমও বন্ধ রাখতে হবে। আজান ও নামাজ হয়ে গেলে ফের তা বাজানো যাবে। সব পুজো কমিটিকে এব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে। এদিন দুর্গাপুজোর প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইউনুস সরকারের পরামর্শদাতা।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর আওয়ামি লিগের সদস্য ছাড়াও সংখ্যালঘুদের উপর অত্যাচারে বহু অভিযোগ সামনে এসেছে। তার জেরে এবার পুজোর সংখ্যা ৭৬৫টি কমছে বলে খবর। যদিও এই কারণেই পুজোর সংখ্যা কমছে কি না, সেব্যাপারে উচ্চবাচ্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। চৌধুরী জানিয়েছেন, গতবছর বাংলাদেশেজুড়ে ৩৩ হাজার ৪৩১টি পুজোর আয়োজন হয়েছিল। এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৬৬। 
 প্রসঙ্গত, গতবছর একাধিক পুজো মণ্ডপে তাণ্ডব চালিয়েছিল মৌলবাদীরা। এবারের পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা পুজো উদ্যোক্তাদের। এতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। যদিও যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন, কীভাবে পুজো প্যান্ডেলে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেব্যাপারে আলোচনা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুষ্কৃতী হামলা ঠেকাতে স্বেচ্ছাসেবক নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা