বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বেপরোয়া ঋষভ পন্থকে নিয়ে সাবধান থাকুক অজি ব্রিগেড

নয়াদিল্লি: কয়েকদিন আগে ঋষভ পন্থকে প্রশংসায় ভরিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বলেছিলেন, দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার সব গুণ রয়েছে দিল্লির উইকেটরক্ষক ব্যাটসম্যানের মধ্যে। এবার সেই সুরে সুর মেলালেন রিকি পন্টিংও। দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে তিনি দীর্ঘদিন কাছ থেকে দেখেছেন ঋষভকে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন রিকি। আসলে দলীপ ট্রফির ম্যাচে ঋষভ পন্থ ও কুলদীপ যাদবের মধ্যে কথপোকথন ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দুই ক্রিকেটারের বাক্যালাপ ছিল বেশ মজাদার।
সেই প্রসঙ্গ টেনে পন্টিং বলেন, ‘উইকেটের পিছনে ঋষভকে আমরা সব সময় কথা বলতে দেখি। আসলে ও দলের বাকি ক্রিকেটারদের কাছে খুবই আকর্ষক চরিত্র। ও ক্রিকেটকে ভীষণ ভালোবাসে, জেতার খিদেও প্রবল। ও শুধু কিছু রান করার জন্য খেলে না। টেস্টে ইতিমধ্যেই চার পাঁচটা সেঞ্চুরি হাঁকিয়েছে। ৯০ রানের আশেপাশে আউট হয়েছে বেশ কয়েকবার। সেখানে মহেন্দ্র সিং ধোনি অনেকটাই পিছিয়ে। ঋষভের মতো প্রতিভাবান ক্রিকেটার খুব কম দেখেছি। গাড়ি দুর্ঘটনার পর যে অবস্থা হয়েছিল, তাতে মাঠে ফেরার আশাই ছিল না। শুধু ঋষভ বেপরোয়া বলেই এটা সম্ভব হয়েছে। ওর মনের জোর প্রচণ্ড। গত বছর আইপিএলে ওকে যে আমরা পাবো সেটা আশা করিনি। কিন্তু ১২ মাস আগেই ও বলেছিল, চিন্তা করবেন না, আমি খেলবই। ও সেটা করে দেখিয়েছে। এমনকী ঋষভকে নিয়ে আমাদের প্ল্যান বি তৈরি ছিল। ভেবেছিলাম, ও হয়তো শুধু ব্যাট করতে পারবে। তাই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর পরিকল্পনা ছিল। কিন্তু ও শুরু থেকেই পুরো ম্যাচ খেলল। ভালো কিপিংয়ের পাশাপাশি রান করল। তারপর টি-২০ বিশ্বকাপেও ঋষভের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সেই কারণেই বলছি, আসন্ন টেস্ট সিরিজে ঋষভের মতো ব্যাটসম্যানকে হাল্কাভাবে নিলে ভুল করবে কামিন্সরা। অতীতেও আমাদের দেশে ঋষভ দুর্দান্ত ইনিংস খেলেছে। ওকে আটকানোর বিশেষ পরিকল্পনা তৈরি রাখা অবশ্যই প্রয়োজন।’
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা