বিনোদন

দেবীবরণে ফিরছে পুরনো জুটি

মধুডিহি গ্রামের বিধুবাবুর এক অন্ধকার অতীত রয়েছে। ক্ষমতালোভী এই মানুষটি সব কিছু নিজের আয়ত্তে রাখতে চায়। সেই গ্রামের মেয়ে দেবযানীর রয়েছে ঐশ্বরিক ক্ষমতা। ঘটনাচক্রে গ্রামে এসে পৌঁছয় অনিকেত। পেশায় চিকিৎসক অনিকেতের আবার ঈশ্বরে বিশ্বাস নেই। অনিকেতের রাগ এবং দেবযানীর বিশ্বাসের সংঘাত তৈরি হয় একসময়। খুনের ঘটনা, মজার অনুষঙ্গ, লৌকিক, অলৌকিক নানা কাহিনির মিশেলে ঠিক এভাবেই সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘দেবীবরণ’। মুখ্য ভূমিকায় রয়েছেন অ্যানামেরি টম এবং সিদ্ধার্থ সেন। পরিচালনার দায়িত্বে আকাশ সেন। 
নিজের চরিত্র প্রসঙ্গে অ্যানামেরি বলেন, ‘দেবযানী মামারবাড়িতে বড় হয়েছে। ওর মা, বাবা নেই। অভাবের সংসারে আরও একজনের দায়িত্ব নিতে মামি রাজি নন। দেবযানী বাড়ি থেকে চলে গেলেই যেন ভালো। মেয়েটি যদিও এসবে কিছু মনে করে না। ও ডানপিটে। বাড়ির কাজ পারে না। কিন্তু ভালো ভাবে পুজো করতে পারে। ঈশ্বরে প্রবল বিশ্বাস রয়েছে ওর। আশা করি ঈশ্বরের আশীর্বাদে এই ধারাবাহিক দর্শকের ভালো লাগবে।’ অন্যদিকে সিদ্ধার্থ বলেন, ‘আমার চরিত্রটি খুব রাগী, আদর্শবাদী। ঈশ্বরে তেমন বিশ্বাস নেই। কলকাতা থেকে গ্রামে গিয়ে মানুষের অন্ধবিশ্বাস যখন দেখছে সে, সেসব সহ্য করতে পারে না। নিজের মতো করে সকলকে সেটা বোঝানোর চেষ্টা করে। ‘ফাগুনের মোহনা’র পর আবার জুটি হিসেবে অ্যানামেরির সঙ্গে কাজ করব। সকলের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা