খেলা

মেসির অভাব টের পেলেন স্কালোনি, আর্জেন্তিনার দৌড় থামাল কলম্বিয়া

কলম্বিয়া-২                         :            আর্জেন্তিনা- ১

বোগোতা: প্রায় ৪৭ হাজার দর্শকে ঠাসা কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটানো। ঘরের মাঠে ম্যাচ, তাই গ্যালারির অধিকাংশ দিকেই হলুদ জার্সির আধিক্য। খেলা শেষ হতেই সেখানে আছড়ে পড়ল উৎসবের ঢেউ। সঙ্গত কারণেই উচ্ছ্বাস। মঙ্গলবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে কোপা ফাইনালের মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। উল্লেখ্য, টানা ১২ ম্যাচ পর হারল স্কালোনি-ব্রিগেড। তবে এখনও লাতিন আমেরিকা পর্বে তারাই শীর্ষে (৮ ম্যাচে ১৮ পয়েন্ট)। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হামেস রডরিগেজরা। তবে কলম্বিয়ার পক্ষে পাওয়া পেনাল্টি নিয়ে বিতর্ক ছড়াল কনমেবলে। উত্তপ্ত হল মাঠের পরিস্থিতি। এর জেরে টিভি ক্যামেরায় আঘাত করে বিতর্কে জড়ালেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।  
গত জুলাইয়ে হওয়া কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্তিনা। আর তার সঙ্গেই ২৩ বছর পর খেতাব জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ভালদেরামার দেশের। ছেদ পড়ে টানা ২৮ ম্যাচ জয়ের রেকর্ডে। তাই মঙ্গলবার রডরিগেজদের কাছে ছিল প্রতিশোধের রাত। এই ম্যাচে অবশ্য খেলেননি লিও মেসি। তাঁর অভাব বেশ চোখে পড়ল। মাঝমাঠেও কাঙ্ক্ষিত বাঁধুনি ছিল না আর্জেন্তিনার। তারই ফায়দা নিয়ে ২৫ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন ইয়ের্সন মসকুয়েরা (১-০)। রডরিগেজের সেন্টারে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ তাঁর। প্রথমার্ধের শেষ পর্বে দু’টি সহজ সুযোগ হাতছাড়া করেন লাওতেরো মার্তিনেজরা। তবে বিরতির পরেই সমতায় ফেরে আর্জেন্তিনা।  মাঝমাঠে হামেসের ভুল পাস ধরে দুরন্ত দক্ষতায় বক্সে ঢুলে জাল কাঁপান নিকোলাস গঞ্জালেস (১-১)। এরপরেই ঘটে বিপত্তি। ৬০ মিনিটে ড্যানিয়েল মুনোজকে নিজেদের বক্সে ফাউল করেন নিকোলাস ওটামেন্ডি। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ঝামেলায় জড়ান দুই দলের ফুটবলাররা। তবে সেই বিতর্কিত স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল করেননি অধিনায়ক হামেস রডরিগেজ (২-১)। এরপর সমতায় ফেরার সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ব্যর্থ পরিবর্ত হিসেবে মাঠে নামা পাওলো ডিবালা।
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা