খেলা

পিছিয়ে পড়েও কাস্টমসকে হারাল ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমনের চোরা গতি, শ্যামল বেসরার ঠিকানা লেখা পাস এবং পিভি বিষ্ণুর ব্যক্তিগত নৈপুণ্যে গোল! এই তরুণ ব্রিগেডই চলতি মরশুমে ইস্ট বেঙ্গলকে লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। বৃহস্পতিবার সুপার সিক্সের প্রথম ম্যাচে লিড নিয়েও বিনো জর্জের দলের কাছে চার গোলে হারল ক্যালকাটা কাস্টমস। ৪-১ ব্যবধানের বড় জয়ে চ্যাম্পিয়নশিপের পথে এক পা এগল ইস্ট বেঙ্গল। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে তারা। 
২০১৭ সালে শেষ বার কলকাতা লিগের ট্রফি ইস্ট বেঙ্গলে ঢুকেছিল। এবার সেই খরা কাটানোর সোনার সুযোগ রয়েছে তাদের। তাই বৃহস্পতিবার সুপার সিক্সের ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনায় কমতি ছিল না। তবে শুরুটা ভালো হয়নি লাল-হলুদ-ব্রিগেডের। ২৫ মিনিটেই রবি হাঁসদার গোলে লিড নেয় কাস্টমস। মাঝমাঠ থেকে বিশ্বজিত্ হেমব্রমের ফ্রি-কিক বক্সে পেয়ে জাল কাঁপাতে ভুল হয়নি রবির। তবে গোল হজমের পরই নাসিবকে তুলে শ্যামল বেসরাকে মাঠে নামাতেই খেলা ঘুরে যায়। এই পর্বে অহরহ আক্রমণে ওঠে লাল-হলুদ ব্রিগেড। ফলও মেলে হাতেনাতে। ৪৫ মিনিটে বাঁ দিক থেকে হীরা মণ্ডলের ঠিকানা লেখা ক্রসে হেডে লক্ষ্যভেদ শ্যামলের (১-১)। গ্যালারিতে জোর আলোচনা, অবিলম্বে হীরাকে সুযোগ দিন কুয়াদ্রাত। অন্তত মার্ক জোথানপুইয়ার মতো কাঁপবেন না তিনি। সমতায় ফেরার পরের মিনিটেই লিড নেয় ইস্ট বেঙ্গল। আমন-জেসিন-বিষ্ণুর থার্ডম্যান মুভে গোল (২-১)। দ্বিতীয়ার্ধে আর লাল-হলুদ ব্রিগেডের সামনে দাঁড়াতে পারেনি কাস্টমস। ৫১ মিনিটে গোল করে ইস্ট বেঙ্গলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন বিষ্ণু। আর ৭২ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন পরিবর্ত আদিল আমন (৪-১)। ম্যাচের পর লাল-হলুদের কোচ বিনো জর্জ বলেন, ‘ম্যাচটা আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল। তরুণ ফুটবলারদের সিনিয়র দলে প্রমোট করাই লক্ষ্য।’
 
ইস্ট বেঙ্গল-৪ : ক্যালকাটা কাস্টমস-১
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা