খেলা

সুরুচির বিরুদ্ধে ছন্দ ধরে রাখাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাস্টমসের বিরুদ্ধে বড় জয় দিয়ে কলকাতা লিগে সুপার সিক্স অভিযান শুরু করেছে ইস্ট বেঙ্গল। মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ সুরুচি সঙ্ঘ। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে খেতাবি দৌড়ে সবার আগে বিনো জর্জের ছেলেরা। মঙ্গলবার জিতে তা আরও মজবুত করাই লক্ষ্য তন্ময়-জেসিনদের। লিগের প্রাথমিক পর্বে দারুণ লড়াই মেলে ধরে সুরুচি। গ্রুপ এ’থেকে দ্বিতীয় স্থানে শেষে সুপার সিক্সে পৌঁছয় তারা। তবে এই পর্বে প্রথম ম্যাচেই ডায়মন্ডহারবারের কাছে ০-২ গোলে বশ মানেন জিতিন সোরেন-বাবলু ওঁরাওরা। সেই ধাক্কা সামলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সেরাটা মেলে ধরাই লক্ষ্য কোচ রঞ্জন ভট্টাচার্যের।
২০১৭ সালে শেষবার কলকাতা লিগ জয়ের স্বাদ পেয়েছিল ইস্ট বেঙ্গল। দীর্ঘ সাত বছর পর ফের খেতাব জয়ের সুযোগ রয়েছে লাল-হলুদ ব্রিগেডের সামনে। কোচ বিনো অবশ্য এখনই সেই নিয়ে ভাবতে নারাজ। বরং ম্যাচ বাই ম্যাচ এগতে চাইছেন তিনি। তাঁর কথায়, ‘সুরুচির বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। তবে আমাদের পরিকল্পনামাফিক ফুটবল মেলে ধরতে হবে। ছেলেরা সকলেই তৈরি।’ গত ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেন বিষ্ণু-সায়নরা। দলের আপফ্রন্টে ধারাবাহিক পারফরম্যান্স স্বস্তিতে রাখছে লাল-হলুদ কোচকে। তবে একইসঙ্গে রক্ষণে আরও উন্নতি করাই তাঁর লক্ষ্য। 
এদিকে, বেঙ্গালুরু ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে সোমবার কেরল ব্লাস্টার্স ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনের শুরুতে দীর্ঘক্ষণ ছেলেদের সঙ্গে কথা বলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। ডুরান্ড কাপে ব্যর্থতার পর আইএসএলের প্রথম ম্যাচে হারে চাপ বাড়ছে স্প্যানিশ কোচের উপর। এমন পরিস্থিতিতে কেরলের বিরুদ্ধে জয় পেতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।
 ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার ২৪ ঘণ্টায়।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা