খেলা

বিপক্ষ নয়, নিজেদের নিয়েই ভাবছি: রোহিত

চেন্নাই: রাহুল দ্রাবিড় জমানা শেষ। শুরু গৌতম গম্ভীর যুগ। শুধু প্রধান কোচই নন, বদলেছে পুরো সাপোর্ট স্টাফই। মর্নি মর্কেল, রায়ান টেন ডয়েসকাটে, অভিষেক নায়াররা রয়েছেন গম্ভীরের সহকারীর ভূমিকায়। পাঁচদিনের ফরম্যাটে বাংলাদেশের বিরুদ্ধেই প্রথম পরীক্ষা নতুন কোচিং টিমের। তার আগে চলছে ক্রিকেটার ও কোচদের একে অন্যকে মানিয়ে নেওয়ার পালা। এই প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘রাহুল ভাই, বিক্রম রাঠোর ও পরস মামব্রেদের ভাবনা অন্যরকম ছিল। সেটাই স্বাভাবিক। প্রতিটি কোচিং দলের স্ট্র্যাটেজি আলাদা থাকে। শ্রীলঙ্কায় অবশ্য যেটুকু দেখেছি, তাতে গম্ভীর-ব্রিগেডকেও বিচক্ষণ মনে হয়েছে। দল সম্পর্কে ওরা দ্রুত শিখছেও।’
গম্ভীর ও নায়ারের সঙ্গে রোহিতের অবশ্য দীর্ঘদিনের সম্পর্ক। দু’জনের সঙ্গেই খেলেছেন তিনি। হিটম্যান বলেছেন, ‘ওদের দু’জনের সঙ্গে পরিচয় অনেকদিনের। মর্কেলের বিরুদ্ধে বেশ কিছু ম্যাচ খেলেছি। ডয়েসকাটের সঙ্গে অবশ্য তেমন খেলিনি। তবে এগুলো গুরুত্বহীন। প্রত্যেক সাপোর্ট স্টাফই নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। কেরিয়ারের ১৭ বছরে অনেক কোচকে কাছে থেকে দেখেছি। বোঝাপড়াটাই আসল। আর এখনও পর্যন্ত তা দারুণভাবেই রয়েছে।’
সদ্য পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সেই হোয়াইটওয়াশ আত্মবিশ্বাস বাড়াচ্ছে নাজমুল হোসেন শান্তর দলের। টিম ইন্ডিয়া অবশ্য স্বাভাবিক থাকছে। রোহিত বলেছেন, ‘প্রত্যেক দলই চায় আমাদের হারাতে। সফল হলে গর্ব অনুভব করে। তবে আমাদের বিপক্ষ কী ভাবছে তা আন্দাজ করলে চলে না। জয়ের রাস্তায় চলাই শিবিরের ফোকাস। ভারত বিশ্বের প্রায় শীর্ষস্থানীয় দেশের বিরুদ্ধে খেলেছে। তাই নতুন করে স্ট্র্যাটেজির দরকার নেই।’ পদ্মাপারের নতুন স্পিডস্টার নাহিদ রানাকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন না তিনি। অধিনায়কের কথায়, ‘বিপক্ষে নতুন ছেলেরা থাকতেই পারে। কিন্তু সেসব মাথায় নিয়েই এগিয়ে যেতে হয়। বাংলাদেশের বিরুদ্ধেও নিজেদের গেমপ্ল্যানেই নজর থাকবে।’
পেসারদের ওয়ার্কলোড নিয়ে অবশ্য সজাগ রোহিত। এই মরশুমে দশটি টেস্ট খেলবে ভারত। তার মধ্যে অস্ট্রেলিয়াতেই রয়েছে পাঁচ টেস্টের সিরিজ। ক্যাপ্টেন বলেছেন, ‘সেরা ক্রিকেটারদেরই সব ম্যাচে খেলাতে চায় সকলে। কিন্তু এখন এত ম্যাচ যে তা সম্ভব নয়। শুধু পাঁচদিনের ক্রিকেটই তো নয়, টেস্ট সিরিজের ফাঁকে টি-২০ ম্যাচও রয়েছে। তাই পেসারদের আগলে রাখা দরকার।’ যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেলের মতো তরুণ তুর্কিকে নিয়ে উচ্ছ্বসিত তিনি। আগামী দিনে এঁদেরকে ভারতীয় দলের তারকা মানছেন রোহিত।
পাশাপাশি, লোকেশ রাহুলের উপর রাখছেন ভরসা। রোহিতের মতে, ‘ওর ক্লাস নিয়ে কোনও সংশয় নেই। আমরা লোকেশকে বলেছি, সব ম্যাচে খেলানো হবে। তোমার সেরাটাই আমাদের চাহিদা। আর তা বের করে আনা আমাদের দায়িত্বও। আশা করছি, ছন্দেই থাকবে ও।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা