খেলা

এসিএল-২ ম্যাচের আগে রক্ষণ গোছাতে ব্যস্ত মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের সামনে মোহন বাগান। বুধবার ঘরের মাঠে এসিএল-২’এর ম্যাচে তাজিকিস্তানের রাভশন এফসি’র মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। চলতি মরশুমে এএফসি’র এই প্রতিযোগিতাকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই কথা মাথায় রেখে জেমি ম্যাকলারেনের মতো তারকা ফুটবলারকে সই করানো হয়েছে। তবে চোটের কারণে এখনও মাঠে নামা হয়নি এই অজি ফুটবলারের। বুধবারও তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সোমবার বিকেলে ক্লাবের মাঠে অনুশীলন শুরু করল মোহন বাগান। এদিন বল পায়ে কিছুক্ষণ অনুশীলন করেন ম্যাকলারেন। তবে মোলিনার ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের সময় রিহ্যাবে গা ঘামালেন জেমি। তবে হাতে আরও একটা দিন সময় রয়েছে স্প্যানিশ হেড স্যারের। তার পরেই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। 
এদিন মূলত রক্ষণের মেরামতেই নজর দিলেন কোচ মোলিনা। ডুরান্ড ফাইনালের পর আইএসএলের প্রথম ম্যাচেও ডিফেন্ডারদের ব্যর্থতা অব্যাহত। বুধবারের প্রতিপক্ষ রাভশন বেশ শক্তিশালী। ঘরোয়া লিগে এস্খাতাকে ৪-১ গোলে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার কলকাতায় আসছে তারা। তাই দুর্গ অক্ষত রাখাই প্রধান লক্ষ্য মোহন বাগান কোচের। চার ডিফেন্সে এদিন প্রস্তুতি সারল মোহন বাগান। টম আলড্রেডের সঙ্গে দীপ্যেন্দু বিশ্বাস ছিলেন সেন্টার ব্যাকে। দুই সাইড ব্যাক শুভাশিস বসু ও আশিস রাই। দলের সঙ্গে অনুশীলন করলেও মূল প্র্যাকটিসে অংশ নেননি আলবার্তো রডরিগেজ। আইএসএলে মুম্বই সিটি ম্যাচে ফের চোট পেয়েছিলেন তিনি। তবে খেলার শেষে স্প্যানিশ হেড স্যার জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। তাই অনুশীলনে তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিয়ে চাননি মোলিনা।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা