কলকাতা

পুজোর বাজারে নারীদের নিরাপত্তায় মহিলা পুলিসের বিশেষ বাহিনীর টহল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও করেছে। এর মধ্যেই শারদোৎসবের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। জমে উঠছে পুজোর বাজার। তাই কলকাতার বিভিন্ন বাজারগুলিতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিস। সূত্রের খবর, গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট, বেহালায় সাদা পোশাকের মহিলা পুলিসকর্মীরা টহল দেবেন। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেই সক্রিয় হবেন তাঁরা। তবে আর জি করের ঘটনার জেরেই এমন সিদ্ধান্ত কি না, সে বিষয়ে লালবাজারের তরফে কিছু জানানো হয়নি। 
কলকাতা পুলিস সূত্রের খবর, প্রতি বছর মাসখানেক আগে থেকে পুজোর বাজার নিয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হাতিবাগান, নিউ মার্কেট ও গড়িয়হাটে স্থানীয় থানাগুলির তরফে পিকেটিং থাকে পুলিসের। বাজার চলাকালীন তার দায়িত্বে থাকেন একজন ইনসপেক্টর পদমর্যাদার অফিসার। পুলিস জানিয়েছে, পুজোর বাজারে ভিন রাজ্য থেকে আসা ছিনতাই ও কেপমারি গ্যাংয়ের বাড়বাড়ন্ত দেখা যায়। তাদের রুখতে কলকাতা পুলিসের তরফে সাদা পোশাকের পুলিসকর্মীদের মোতায়েনও করা হয়। সেই সঙ্গে মূলত শহরের তিনটি বাজারে অস্থায়ীভাবে সিসি ক্যামেরা লাগায় করে লালবাজার। তবে চলতি বছরের পরিস্থিতি কিছুটা অন্যরকম। এখনও কলকাতা পুলিসের তরফে পিকেটিংয়ের কোনও ব্যবস্থা করা হয়নি। তবে ইতিমধ্যে পুজোর বাজারগুলিতে ভিড় বাড়তে শুরু করছে। এখনও পর্যন্ত শহরের কোনও বাজারে ছিনতাই, পকেটমারির মতো ঘটনার অভিযোগ আসেনি। কিন্তু আর জি করের ঘটনার পরপরই শহরে একাধিক ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। কসবায় প্রকাশ্যে বাসের মধ্যে শ্লীলতহানির শিকার হয়েছেন এক তরুণী। ওয়াটগঞ্জে বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। দুই ক্ষেত্রেই অভিযুক্তদের পুলিস গ্রেপ্তার করলেও নারী নিরাপত্তায় আরও কড়াকড়ি চাইছে লালবাজার। কারণ, পুজোর বাজারে মহিলাদের সঙ্গে অভব্যতার ঘটনা আটকাতে বদ্ধপরিকর তারা। এরকম কোনও ঘটনা ঘটলে ১০০ ডায়াল করে বা স্থানীয় থানায় ফোন করে অভিযোগ জানানো যাবে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে পুলিস। 
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা