দেশ

বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, উত্তরপ্রদেশে মৃত দুই শিশু সহ ৫

ফিরোজাবাদ: উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় বাজির গুদাম ও কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সোমবার রাতের এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত আরও ১১। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক মহিলা। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গুদামের কাছে থাকা একাধিক বাড়ি। স্থানীয়দের দাবি, কমপক্ষে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে চলছে তদন্ত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কারখানায় বেআইনিভাবে বাজি তৈরি করা হতো। সবকিছু জানা সত্ত্বেও চুপ পুলিস-প্রশাসন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে বেআইনিভাবে বাজি বানানো হতো। প্রশাসন সব জানে। অভিযোগ জানানো হয়েছে একাধিকবার। কিন্তু প্রতিবার পুলিসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়া হয়েছে।’ 
সূত্রের খবর, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ শিকোহাবাদ থানা এলাকার নৌশেরার ওই গুদামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে যান কমপক্ষে সাতজন। জোর কদমে চলছে উদ্ধারকাজ। শিকোহাবাদের সার্কল অফিসার প্রবীণ তিওয়ারি বলেন, ‘বিস্ফোরণে দুই শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন।’ 
ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহগুলি তুলে দেওয়া হয়। প্রথমে শেষকৃত্য সম্পন্ন করতে রাজি হননি মৃতদের পরিবারের সদস্যরা। দাবি জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সারানোর জন্য ক্ষতিপূরণ দিক সরকার। পরে অবশ্য জেলাশাসক রমেশ রঞ্জন ও এসএসপি সৌরভ দীক্ষিতের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান শিকোহাবাদের বিধায়ক মুকেশ ভার্মা। তিনি বলেন, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। রাজ্য সরকার জানিয়েছে, জেলা প্রশাসনকে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা