খেলা

লড়েও নর্থইস্টের কাছে হার মহমেডানের

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ‘নিজের জোরে, নিজের দমে!’ ম্যাচ শুরু আগে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জ্বলজ্বল করছিল টিফো। সঙ্গে ‘জান জান মহমেডান’ স্লোগানে কাঁপছে চারদিক। সোমবার আইএসএল অভিষেকের মধ্যে দিয়ে মহমেডান স্পোর্টিংয়ের ইতিহাসে শুরু হল নতুন অধ্যায়। তা ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। তবে ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে ব্যর্থ সাদা-কালো ব্রিগেড। শেষ মুহূর্তের গোলে হার দিয়েই পথচলা শুরু মহমেডান স্পোর্টিংয়ের। তবে কাসিমভ-রেমসাঙ্গাদের লড়াই আশা দেখাচ্ছে সমর্থকদের। আলেইদিনের গোলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল নর্থইস্ট।
৪-৩-৩ ফর্মেশনে এদিন দল সাজিয়েছিলেন মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চেরনিশভ। প্রথমার্ধে নর্থইস্টের চোখে চোখ রেখেই লড়াই করে সাদা-কালো ব্রিগেড। এই পর্বে মাঝমাঠে অমরজিত্, কাসিমভদের দাপটে ডুরান্ড জেতা নর্থইস্ট তেমন গোলের সুযোগ তৈরিই করতে পারল না। পাশাপাশি উইং দিয়ে জিতিন, পার্থিবদের আক্রমণও বারবার খেই হারিয়ে ফেলে। বোঝাই যাচ্ছিল, ডুরান্ড চ্যাম্পিয়নদের নিয়ে যথেষ্ট হোম ওয়ার্ক করেছেন মহমেডানের রুশ কোচ। বরং অচেনা প্রতিপক্ষ সিংহভাগ সময় ধাঁধা হয়েই থাকল নর্থইস্ট কোচ পেড্রোর কাছে।
মহমেডানের এই দলে নর্থইস্টে খেলা একাধিক ফুটবলার রয়েছে। তাই প্রতিপক্ষের আটঘাঁট জেনেই পরিকল্পনা সাজিয়েছিলেন চেরনিশভ। পাশাপাশি গত বছরের কোর টিম ধরে রেখেছে রেড রোডের পাশের ক্লাব। তাই মাঝমাঠে কাসিমভ-অ্যালেক্সিসদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল না। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্ল্যান বি’র পথে হাঁটেন নর্থইস্ট কোচ। নেস্টরকে তুলে মরক্কোর আলেইদিন আজারেইকে মাঠে নামান বেনালি। আর সেটাই তাঁর মাস্টার স্ট্রোক। সংযোজিত সময়ে বক্সের বাঁ দিকে থই সিংয়ের সাজিয়ে দেওয়া বলে জাল কাঁপিয়ে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিলেন আলেইদিন (১-০)। তবে এই হার দিয়ে মহমেডানের খেলাকে বিশ্লেষণ করলে ভুল হবে। শক্তিশালী প্রতিপক্ষকে পুরো ৯০ মিনিট বেগ দিয়েছে চেরনিশভ-ব্রিগেড। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে অ্যালেক্সিসের শট লক্ষ্যে রাখতে পারলে ফল ভিন্ন হতেই পারত।
মহমেডান: পদম, জুডিকা, গৌরভ, আদজে, অ্যাডিঙ্গা, কাসিমভ, অমরজিত্ (ইরশাদ), অ্যালেক্সিস (আঙ্গুসানা), মাকন (বিকাশ), রেমসাঙ্গা ও মানজোকি।

মহমেডান স্পোর্টিং-০      :         নর্থইস্ট-১           
                                  (আলেইদিন)
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা