খেলা

আপিল কমিটিতে আবেদন করতে চলেছে লাল-হলুদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার শেষ দেখতে মরিয়া ইস্ট বেঙ্গল। আনোয়ার ইস্যুতে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার দিল্লি হাইাকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়। শুনানি শুক্রবার। নিয়ম অনুযায়ী, স্টেটাস কমিটির সিদ্ধান্ত পছন্দ না হলে বল গড়ায় আপিল কমিটিতে। সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে পরামর্শের পর সেখানে আবেদন করছেন লাল-হলুদ কর্তারা। পাশাপাশি আনোয়ারকে মাঠে নামানোর প্রক্রিয়াও চালু। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, স্টেটাস কমিটির সিদ্ধান্তের দশ দিনের মধ্যে আপিল কমিটির কাছে অনুরোধ করা যায়। অর্থাৎ, গোটা প্রক্রিয়া শেষ হতে বেশ কয়েকদিন সময় লাগবে। এদিকে, আইএসএলে আগামী শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। দিল্লি আদালতের স্টে অর্ডার নিয়ে আনোয়ারকে এই ম্যাচে নামাতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। শুক্রবার দলের সঙ্গেই গার্ডেন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে আনোয়ারকে। উল্লেখ্য, চুক্তিজট ইস্যুতে জাতীয় দলের এই ডিফেন্ডারকে চার ম্যাচের নির্বাসন দেয় ফেডারেশনের স্টেটাস কমিটি। 
এদিকে, আনোয়ার ইস্যুতে ইস্ট বেঙ্গলকে একহাত নিয়েছিলেন মোহন বাগান সচিব দেবাশিস দত্ত। লাল-হলুদ কর্তাদের বিরুদ্ধে কার্যত কামান দাগেন তিনি। বৃহস্পতিবার মোহন বাগান সচিবের নাম না করেই পাল্টা দিলেন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা। দেবব্রত সরকারের মন্তব্য, ‘ওরা বোধহয় টোলগে ইস্যু ভুলে গিয়েছে। ইস্ট বেঙ্গল তাঁবুতে এসে কার্যত মুচলেখা দেওয়ার পর ফুটবলারের স্বার্থে টোলগেকে রিলিজ করি আমরা। ওনাকে বলতে চাই, তুমি মহারাজ সাধু হলে আজ...।’
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা