বিনোদন

নিজের চেহারা নিয়ে হীনম্মন্যতায় ভুগতাম: রাঘব

কখনও ‘কিল’ ছবিতে বড়পর্দায় তাঁকে দেখছেন দর্শক। কখনও বা জি ফাইভের ওয়েব সিরিজ ‘গেরাহ গেরাহ’-এ তুখোড় অভিনয় করছেন তিনি। অর্থাৎ অভিনেতা রাঘব জুয়েল। কেরিয়ারে কখনও তিনি ডান্সার, কখনও বা অ্যাঙ্কর হিসেবে কাজ করেছেন। সেখান থেকে অভিনেতা হওয়ার জার্নিটা কেমন ছিল? একান্ত আড্ডায় ভাগ করে নিলেন রাঘব।
কেরিয়ারে উত্থান
‘কিল’ ছবিতে রাঘবের হাড়হিম করা অ্যাকশন পছন্দ করেছেন দর্শক। ‘গেরাহ গেরাহ’-এর চমকও মন্দ নয়। কেরিয়ারের এই উত্থান কি এনজয় করছেন রাঘব? স্মিত হেসে অভিনেতার জবাব, ‘এই সিরিজের জন্য আমি খুব পরিশ্রম করেছিলাম। উত্তরাখণ্ডে শ্যুটিং হয়েছিল। ওখানেই বড় হয়েছি। তাই শ্যুটিংয়ের মাঝে অতীতের দিনগুলোর কথা খুব মনে পড়ত। আসলে বন্ধুদের সঙ্গে দেখা করার লোভ সামলাতে পারতাম না।’
পরিশ্রম শেষ কথা
নাচের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন রাঘব। কিন্তু অভিনেতা হিসেবে এবার নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। রাঘবের কথায়, ‘টেলিভিশনে ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলাম। এরপর সঞ্চালনার কাজ প্রচুর করেছি। কিন্তু আমি অন্য কিছু করতে চাইছিলাম। টেলিভিশন থেকে বিরতি নেওয়ার পর আমি ভেবেছিলাম যে এবার আমাকে সঠিক পথ নির্বাচন করতে হবে। আর তখনই আমি অভিনয় করব বলে সিদ্ধান্ত নিই। নাটক এবং অ্যাক্টিং ওয়ার্কশপ করতে শুরু করি। পরিশ্রম করলে তার পরিণাম ভালো হবেই।’
সুফল
অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণের জন্য কোনও সুযোগ হাতছাড়া করতেন না বলে জানান রাঘব। তিনি বলেন, ‘আমি সব ধরনের চরিত্রের জন্য অডিশন দিতাম। কাস্টিং ডিরেক্টরের কাছে নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করার জন্য আমি নিজেকে উজাড় করে দিতাম। তার সুফল এখন পাচ্ছি। আমাকে এখন কাস্টিং ডিরেক্টররা গুরুত্ব দিতে শুরু করেছেন। এখন আমাকে নানা ধরনের চরিত্রের প্রস্তাব দেওয়া হচ্ছে।’
প্রত্যাখ্যানকে স্বাগত 
জীবনে প্রত্যাখ্যান মেনে নেওয়াও জরুরি শিক্ষা বলে মনে করেন রাঘব। তাঁর মতে, ‘আমাকে বহুবার প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমি অডিশন দেওয়া কখনও বন্ধ করিনি। নাচের সময়েও আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে। তবে আমি কখনও সেটাকে নেতিবাচক ভাবিনি। বরং প্রত্যাখ্যানকে আমি খোলা মনে স্বাগত জানিয়েছি। নিজেকে আরও যোগ্য করে তোলার চেষ্টা করেছি।’
হীনমন্যতা 
পেশাদার অভিনেতা হিসেবে ইদানীং রাঘব ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছেন। কিন্তু একসময় নিজের লুক নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন তিনি। একটু আনমোনা হয়ে রাঘব বলেন, ‘জানেন, বেশ কয়েক বছর আগে আমি আমার চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতাম। খুবই নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। তাই আমি আমার কৌতুকবোধ এবং উপস্থিত বুদ্ধিকে ধারালো করার চেষ্টা করেছি। এই দুটোকে হাতিয়ার করে মানুষের নজরে পড়া যায় বলে আমার মনে হয়েছিল।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই 
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা