বিনোদন

৫৫০ নট আউট

ভয় এবং হাসি। এটাই কেমিস্ট্রি। নাহলে বলুন তো, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভেবেছিলেন, বক্স অফিসে ৫৫০ কোটির রেকর্ড তৈরি করবে তাঁদের ‘স্ত্রী ২’? সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, চার সপ্তাহের মধ্যে ৫৫০ কোটির বেঞ্চমার্ক পেরিয়ে গেল এই ছবি। এখনও তার গতি অব্যাহত থাকবে, তেমনটাই আভাস দিয়েছেন তিনি। ‘স্ত্রী ২’ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে আমির খানের ‘দঙ্গল’, সানি দেওলের ‘গদর ২’-এর বক্স অফিস কালেকশন। সামনে প্রতিদ্বন্দ্বী শাহরুখ খান। তাঁর ‘পাঠান’ ৫৪৩ কোটি এবং ‘জওয়ান’ ৬৪০ কোটি টাকা লাভ করেছিল। সেই লক্ষ্যমাত্রাও ‘স্ত্রী ২’ ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছেন তরণ। এই হিসেব শুধুমাত্র দেশের। বিশ্বজুড়ে ব্যবসার হিসেবে ৬০০ কোটি পেরিয়ে গিয়েছে ‘স্ত্রী ২’। কিন্তু এই সাফল্যের কারণ কী? কোন ফর্মুলায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, আমির খান বা সানি দেওলের মতো হেভিওয়েটদের সঙ্গে শ্রদ্ধা বা রাজকুমার লড়াই করতে পারছেন? রাজকুমারের অভিনয় নানা মহলে প্রশংসিত। শ্রদ্ধাও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। কিন্তু এখনও তাঁরা শাহরুখ, আমির বা দীপিকার মতো জনপ্রিয়তায় পৌঁছননি। নায়ক-নায়িকার তথাকথিত চেনা ফর্মুলার ঘরানাও তাঁদের নয়। তাহলে লক্ষ্মী লাভ হচ্ছে কোন পথে? বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন, প্রথমত ছবি মুক্তির সময়টা ভালো ভাবে কাজে লাগাতে পেরেছেন নির্মাতারা। ১৫ অগস্টের ছুটির মরশুমে বহু মানুষ সিনেমা হলে গিয়ে দেখেছেন এই ছবি। তুলনায় একইসঙ্গে মুক্তি পাওয়া ‘খেল খেল মে’ এবং ‘ভেদা’ সেভাবে দর্শক মনে দাগ কাটতে পারেনি। এছাড়া ছবির বিষয়। অতিপ্রাকৃত বিষয়ে মানুষের চিরকালের ঝোঁক। তার সঙ্গে হাসির অনুসঙ্গ বাড়তি পাওনা। জীবনের নানাবিধ চাপে তো মানুষ হাসতেই ভুলে গিয়েছে। পাশাপাশি এর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ও দর্শকের প্রশংসা পেয়েছিল। ফলে ফ্র্যাঞ্চাইজির আলাদা আকর্ষণ থাকে। সব মিলিয়ে শ্রদ্ধা, রাজকুমারের বৃহস্পতি এখন তুঙ্গে। এ ছবি যেন সত্যিই প্রমাণ করল ‘কনটেন্ট ইজ কিং’। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা