বিনোদন

লক্ষ্মী এল ঘরে

অপেক্ষার অবসান। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এল নতুন সদস্য। রবিবার মুম্বইয়ের এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এ খবর নিজেরাই জানিয়েছেন যুগল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সন্তান ও মা সুস্থ রয়েছেন। গণেশ চতুর্থীর পরের দিনই প্রথম সন্তান এল তাঁদের সংসারে। মুম্বইয়ে গণেশ বন্দনার আবহে দীপিকা-রণবীরের সংসারে ‘লক্ষ্মী’ আগমনের খবরে অনুরাগী সহ ইন্ডাস্ট্রির সহকর্মীরা উচ্ছ্বসিত। দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, শাহিন ভাট, রুবিনা দিলাইক, আথিয়া শেট্টি, মালাইকা আরোরা, অর্জুন কাপুর সহ আরও অনেকে।  শনিবার বিকেলে দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে আসেন যুগল। বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে তাঁদের ঘিরে ছিলেন পাপারাৎজিরা। তারপর থেকেই জল্পনা চলছিল, এদিনই হয়তো সন্তানের জন্ম দিতে পারেন দীপিকা।  তবে রবিবার এল সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। প্রথম থেকেই কন্যাসন্তান চেয়েছিলেন রণবীর। একাধিক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। রবিবার সকালে তাঁর স্বপ্নপূরণ হল। কয়েকদিন আগেই মাতৃত্বকালীন শ্যুট করেছিলেন দীপিকা ও রণবীর। স্থীতোদর বিতর্কের অবসান ঘটে সেই ছবিগুলির মাধ্যমে। তখন থেকেই অনুরাগী মহলে চর্চা চলছিল, কন্যা নাকি পুত্র সন্তানের জন্ম দেবেন নায়িকা। গত শুক্রবার গণেশ চতুর্থীর আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছিলেন যুগল। পাশাপাশি প্রার্থনা করেন মাউন্ট মেরি চার্চে। প্রথমে জানা গিয়েছিল, আগামী ২৮ সেপ্টেম্বর মা হবেন দীপিকা। অভিনেত্রীর একজন ঘনিষ্ঠ বন্ধুই এই তথ্য দিয়েছিলেন সংবাদমাধ্যমকে। তবে তার আগে আগেই মা হলেন তিনি। জানা গিয়েছে, এখন পুরোদমে মাতৃত্বকালীন ছুটি উপভোগ করবেন তিনি। কাজে ফিরবেন ২০২৫ সালের মার্চ মাসে। তখন ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলের কাজ শুরু করবেন নায়িকা। শিশুকন্যার কী নাম রাখবেন দম্পতি, তা নিয়েও চর্চা চলছে বলি পাড়ায়। ২০১৩ সালে রণবীরের সঙ্গে আলাপ দীপিকার। ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন তাঁরা। চলতি বছর ফেব্রুয়ারিতে সন্তান আগমনের খবর দিয়েছিলেন তাঁরা। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা