বিনোদন

‘ইন্ডাস্ট্রি পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে’

শুরুর সময়টা সকলের কাছেই সংবেদনশীল। বাংলা সিনেমার আজকের হিরো ওমপ্রকাশ সাহানিও সেই শুরুর স্মৃতি সন্তর্পণে লালন করে চলেছেন। শুরু থেকে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে তিনি বজায় রেখে চলেছেন সম্মানজনক দূরত্ব। ‘ইন্ডাস্ট্রিতে আজও আমার কোনও বন্ধু নেই। আগেও ছিল না। ভবিষ্যতেও হবে না’, বলতে গিয়ে ওমের গলার স্বরটা নেমে আসে নিচুতে। তাঁর ব্যাখ্যা, ‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ঘিরে যখন আমার ভালোলাগা শুরু হল, তখন আমি যাঁদের দেখেছি, এখনও তাঁরাই আছেন। ওঁদের সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই আমার। ওঁরা আমার চোখে স্টার। তাঁরা তো আমার বন্ধু হতে পারেন না।’
এই মত কি ওমের অভিমানকে আড়াল করার কৌশলী প্রয়াস? ১০ বছরের কেরিয়ারে এখনও পর্যন্ত ছবির সংখ্যা ২৫। গোটা চারেক সিরিয়াল। কলকাতায় জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া করলেও ইন্ডাস্ট্রিতে ওমের পরিচয় একজন ‘অবাঙালি অভিনেতা’। পারিবারিক সূত্রে বিহারি ওম বেদনাহত গলায় বললেন, ‘বাইরে থেকে এসে বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটা এখনও অনেকে মানতে পারেন না। ঈশ্বরের আশীর্বাদে ২৫টির মতো ছবিতে অভিনয় করে ফেললাম, তারপরও আমাকে আউটসাইডার হিসেবেই ধরা হয়। এতগুলো ছবি, সিরিয়ালের পরও নাকি আমি নতুন। জেনেও না জানার ভান করে সঠিক জায়গাটা তাঁরা দিতে চান না। এটা আমি বুঝতে পারি। তারপরেও তো কাজ পাচ্ছি। সংসার চলছে।’ 
ওমের শেষ অভিনীত ছবি ‘হাঙ্গামা ডট কম’। শ্যুটিং চলছে ডেবিউ পরিচালক শুভদীপ জানার বাণিজ্যিক ছবি ‘আদিত্য’র। ভারতলক্ষ্মী স্টুডিওর খোলা চত্বরে হোলির গানের দৃশ্যের একপ্রস্থ শ্যুটিং সেরে ছবির হিরো ‘অর্ক’ বললেন, ‘এই প্রথম হোলির গানের দৃশ্যে নাচলাম। দারুণ অভিজ্ঞতা।’ ওমের মতে, ‘কোভিডের পর মানুষ চাইছেন হালকা বিনোদন বা কল্পজগতের কাহিনি কিংবা মূল ধারার বাণিজ্যিক ছবি। ‘আদিত্য’ সেই রকম পুরোদস্তুর কমার্শিয়াল ছবি।’ অভিজ্ঞ ওমের পর্যবেক্ষণ, ‘ইন্ডাস্ট্রি এখন একটা পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।’ কীরকম? ‘এবার প্রতিযোগিতার ক্ষেত্রটা ধীরে হলেও প্রস্তুত হচ্ছে। তবে তার আগে সম্ভ্রমের জায়গাটাও তৈরি হওয়া দরকার। এখনকার উঠতি অভিনেতারা সিনিয়রদের সম্মান করতেই শেখেনি।’ ওমের সাফ কথা, ‘আগে সহবত শিখতে হবে। নাহলে ইন্ডাস্ট্রি কোনও দিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না।’ ওম জানালেন, ‘আদিত্য’তে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, রিমঝিম গুপ্তর মতো অভিনেতারা রয়েছেন। ওঁদের সঙ্গে কাজ করাটা তাঁর কাছে সৌভাগ্যের। ‘এই সুযোগগুলোকেই কাজে লাগাতে পারছে না এখনকার অভিনেতারা। তাই একটা সিরিয়াল বা সিনেমার পর আর খুঁজে পাওয়া যায় না তাদের’, বললেন ওম। 
প্রিয়ব্রত দত্ত
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা