বিনোদন

বলিউডে আমাকে আর ডাকা হয় না: পার্বতী

দিন কয়েক আগে ‘থাঙ্গালান’ ছবিতে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী পার্বতী। এবার ছবিটি হিন্দিতে মুক্তি পেতে চলেছে। 
অন্য বেশে
‘থাঙ্গালান’-এ পার্বতীর লুক রীতিমতো চর্চিত। এই ছবিতে তিনি ‘গঙ্গা মা’র ভূমিকায় রয়েছেন। নিজের লুক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘যখন থেকে আমার লুক প্রকাশ্যে এসেছে, সকলে বলছেন ‘ডিগ্ল্যামারাইজড’ চরিত্র। কিন্তু এটা তার থেকেও অনেক বেশি। সত্যি বলতে এখানে অনেক বেশি মেকআপ করতে হয়েছিল।’
স্মৃতিতে ইরফান
২০১৭ সালে ‘করিব করিব সিঙ্গল’ ছবিতে প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন পার্বতী। ইরফানকে আজও মিস করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘ইরফান আমাকে খুব সাহায্য করতেন। কারণ হিন্দি আমার মূল ভাষা নয়। আমি যাতে স্বচ্ছন্দ থাকতে পারি, সেদিনকে নজর দিতেন।’
ডাক নেই
‘করিব করিব সিঙ্গল’-এর পর আর বলিউডের ছবিতে দেখা যায়নি পার্বতীকে। তার কারণ জানতে চাইলে অভিমানী পার্বতী বলেন, ‘আমি আরও বলিউডের ছবিতে কাজ করতে চাই। কিন্তু আমাকে আর ডাকা হয় না। আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তাই আমার ভাষাগত কোনও সমস্যা নেই।’ 
লড়তে হবে
মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের হেনস্তার নানা খবর ইদানীং শিরোনামে থাকছে। এপ্রসঙ্গ উঠতেই পার্বতী একটু উত্তেজিত। তাঁর কথায়, ‘এবিষয়টা অত্যন্ত সংবেদনশীল। শুধু মালয়ালম ইন্ডাস্ট্রি নয়, সর্বত্র শোষণ আর বৈষম্য রয়েছে। সর্বত্র জঞ্জালে ভরে গিয়েছে। আর এই জঞ্জাল আমাদেরকেই পরিষ্কার করতে হবে। আমার বিশ্বাস বদল হচ্ছে। আমাদের প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা