বিনোদন

ঘুমের মধ্যেই ঘুমের দেশে, ‘কিউকি সাস ভি কভি বহু থি’ খ্যাত অভিনেতা বিকাশ শেঠি প্রয়াত

মুম্বই, ৮ সেপ্টেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘কিউকি সাস ভি কভি বহু থি’ খ্যাত অভিনেতা বিকাশ শেঠি। গতকাল, শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
বিকাশের স্ত্রী জাহ্নবী জানিয়েছেন, তাঁরা পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে নাসিকে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পথেই বিকাশ অসুস্থ বোধ করেন। এরপর বাড়ি ফিরে বিকাশের শরীর অত্যন্ত খারাপ হয়ে যায়। তিনি বেশ কয়েকবার বমি করেন বলে জানিয়েছেন জাহ্নবী। জাহ্নবী আরও জানান, বিকাশ হাসপাতালে যেতে রাজি হননি। তাই তড়িঘড়ি চিকিৎসককে বাড়িতে আসার জন্য খবর দেওয়া হয়। চিকিৎসক তাঁকে দেখে যাওয়ার পর রাতে বিকাশ ঘুমিয়ে পড়েন। এরপর সকালে উঠে জাহ্নবী বিকাশকে একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি। পরে চিকিৎসক নিশ্চিত করেন, রাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিকাশের। জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য তাঁর দেহ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আগামী কাল, সোমবার মুম্বইতে বিকাশের শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে।
টেলিভিশনের পাশাপাশি ২০০১ সালে ‘কভি খুশি কভি গম’ ছবিতে দেখা গিয়েছিল বিকাশকে। এই ছবিতে করিনা কাপুর খানের চরিত্র ‘পু’-এর এক বন্ধুর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। তাঁর চরিত্রটির নাম ছিল ‘রবি’।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা