বিদেশ

ইজরায়েলের একাধিক শহরে হামলা হিজবুল্লার

জেরুজালেম: ফের পশ্চিম এশিয়ায় যুদ্ধের অশনি সঙ্কেত।  এবার হিজবুল্লা ও ইজরায়েলের আক্রমণ ও পাল্টা আক্রমণে অগ্নিগর্ভ হয়ে উঠল পরিস্থিতি। প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলছিল। তারইমধ্যে ইজরায়েলে বড়সড় হামলা চালায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ররিবার ইজরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে রকেট এবং ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে ৩০০-র বেশি কাতিয়ুশা রকেট। পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেনি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। রবিবার ভোররাত থেকেই লেবাননের আকাশে চক্কর কাটতে শুরু করে ইজরায়েলি যুদ্ধবিমান। হিজবুল্লার একাধিক ঘাঁটি লক্ষ্য করে চলতে থাকে পর পর গোলাবর্ষণ। হিজবুল্লার আক্রমণের পর ইতিমধ্যে ইজরায়েলে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তেল আভিভে সামরিক দপ্তর থেকে প্রতিরক্ষমন্ত্রী ইওয়াভ গ্যালান্টের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত অক্টোবরে আচমকা ইজরায়েলে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী হামাস। এরপর পাল্টা প্যালেস্তাইনের গাজায় সামরিক অভিযান শুরু করে ইজরায়েল। তারপর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। এদিনের আক্রমণ ও পাল্টা আক্রমণের পর আমেরিকার প্রতিক্রিয়াও সামনে এসেছে।  মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র জানিয়েছেন, ইজরায়েলের পরিস্থিতির উপর নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের নির্দেশে ইজরায়েলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে। ওদের রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ এদিকে হামাস ও হিজবুল্লা সহ সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীগুলির পাশে রয়েছে ইরান। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। 
সম্প্রতি বড়সড় ধাক্কা খেয়েছে হামাস এবং হিজবুল্লা। জুলাই মাসে ইজরায়েলি হামলায় মৃত্যু হয় হিজবুল্লা নেতা ফুয়াদ শুকুর। একইমাসে হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়াকে খতম করে নেতানিয়াহুর দেশ। এরপরেই ইজরায়েলের বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি দেয় হামাস এবং হিজবুল্লা। একইসঙ্গে পাল্টা জবাবের হুমকি দেয় ইরানও। এনিয়ে উত্তেজনার মধ্যেই ইজরায়েলে প্রথম দফায় হামলা চালাল হিজবুল্লা। 
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা