বিদেশ

গর্ভপাত, অর্থনীতি থেকে যুদ্ধ, ট্রাম্প-হ্যারিস বিতর্ক জমজমাট

ওয়াশিংটন: আর আট সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রথমবার মুখোমুখি বিতর্কে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। গর্ভপাত, যুদ্ধ থেকে অর্থনীতি—রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে উত্তপ্ত বিতর্ক হল একের পর এক ইস্যুতে। ভারতীয় সময় বুধবার সকালে এই বিতর্কের আয়োজন করেছিল এবিসি নিউজ টুডে। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অভিযোগ,হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে দু’বছরের মধ্যেই ইজরায়েল অস্তিত্বহীন হয়ে পড়বে। অভিযোগ নস্যাৎ করে হ্যারিস বলেন, ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুতে তিনি ‘দ্বিরাষ্ট্র সমাধানে’ বিশ্বাসী। আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতেও সরগরম হয় বিতর্কের মঞ্চ। পুতিনের সঙ্গে ট্রাম্পের ‘বন্ধুত্বে’র অভিযোগ এনে খোঁচা দেন ডেমোক্র্যাট প্রার্থী। 
হ্যারিসের দাবি, ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকলে এতদিনে পুতিনের চাপের মুখে হার স্বীকার নিতেন। পুতিন কিয়েভে পৌঁছে যেতেন। তাঁর চোখ থাকত বাকি ইউরোপের দিকে। যে স্বৈরাচারীকে আপনি বন্ধু ভাবছেন, তিনি আপনাকে মধ্যহ্নভোজে গিলে খাবেন। বিড়ম্বনা এড়াতে ট্রাম্পের জবাব, আমি চাই যুদ্ধ বন্ধ হোক। আমেরিকার লাভ তাতেই।
বিতর্কের মঞ্চে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দেশের অর্থনীতি, নিত্যদিনের খরচ যেভাবে বাড়ছে তা নিয়ে প্রশ্ন করা হয়। নিজের মধ্যবিত্ত অতীত তুলে ধরে হ্যারিস ছোট ব্যবসা ও মার্কিন পরিবারগুলির পাশে দাঁড়াতে পরিকল্পনার কথা তুলে ধরেন। সুর চড়িয়ে তাঁর অভিযোগ, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে বড় কর্পোরেট ও ধনকুবেরদের স্বার্থে তাঁদের কর হ্রাস করবেন। এই সময় পাল্টা তোপ দেগে অভিবাসন ইস্যুতে জো বাইডেন প্রশাসনকে নিশানা বানান ট্রাম্প। হ্যারিসের জবাব, তাঁর রিপাবলিকান প্রতিপক্ষের এই ‘একঘেঁয়ে নাটকে’র সংলাপ আর কাজে দিচ্ছে না। সেই সঙ্গেই ভাইস প্রেসিডেন্টের অভিযোগ, ট্রাম্প ফের শীর্ষ পদে ফিরলে গর্ভপাতকে নিষিদ্ধ ঘোষণা করবেন। অভিযোগ অস্বীকার করে প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, হ্যারিস মিথ্যা বলছেন। এরকম কোনও আইন মার্কিন কংগ্রেসে কোনওভাবেই পাশ হবে না।
প্রথম মুখোমুখি বিতর্কের আগে প্রকাশিত সমীক্ষার ফলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি টক্করের ইঙ্গিতই আসছে। বাইডেনের পরিবর্তে হ্যারিস প্রার্থী হওয়ায় ডেমোক্র্যাটদের সম্ভাবনা আগের থেকে বেড়েছে ঠিকই। তবে গুরুত্বপূর্ণ বহু কেন্দ্রে এখনও কিছুটা হলেও এগিয়ে ট্রাম্প। রেজিস্টার্ড ভোটারদের নিয়ে একটি সমীক্ষায় ইঙ্গিত, হ্যারিসের পক্ষে সমর্থন ৪৮ শতাংশ। ট্রাম্পের ৪৯ শতাংশ। আবার ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের নিয়ে সমীক্ষায় হ্যরিসের পক্ষে সমর্থন ৪৬ শতাংশের, ট্রাম্পের পক্ষে ৪৯ শতাংশের। এক্ষেত্রে ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে সমর্থন আগস্টের তুলনায় ৭ শতাংশ কমেছে।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা