বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

দেশের খুব কাছেই আছি: হাসিনা, অডিও বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: এখন ভারতের কোথায় আছেন শেখ হাসিনা? গাজিয়াবাদ, দিল্লি নাকি উত্তর-পূর্ব ভারতের কোথাও? সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে অডিওটি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তানভির কায়সার নামে জনৈক ব্যক্তির টেলিফোনে কথোপকথনের। আর এই অডিওক্লিপ ঘিরে বাড়ছে জল্পনা। এই অডিও ক্লিপ সমাজমাধ্যমে ছড়ানোর অভিযোগে ই঩তিমধ্যেই বাংলাদেশ পুলিস বরগুনার এক আওয়ামি লিগ সমর্থককে গ্রেপ্তার করেছে। 
এক মাসের বেশি হয়ে গেল বাংলাদেশে সরকার বদল হয়েছে। ক্ষমতা হারিয়ে ভারতের ‘নিরাপদ স্থানে’ আশ্রয়ে নিয়েছেন হাসিনা। কিন্তু তাঁকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যেই সামনে এল দ্বিতীয় একটি অডিও ক্লিপ। দাবি করা হচ্ছে, হাসিনার সঙ্গে তানভিরের কথোপথনের অডিও ক্লিপ এটি (যদিও তার সত্যতা যাচাই করেনি বর্তমান)। জানা গিয়েছে, বর্তমানে বেলজিয়ামে প্রবাসী ওই ব্যক্তির থেকে ফোনটি এসেছিল হাসিনার কাছে। এই তানভির বেলজিয়াম এবং আমেরিকায় আওয়ামি লিগের দায়িত্বে আছেন বলে জানা গিয়েছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ কথা হয় হাসিনা ও তানভিরের মধ্যে। যেখানে তানভিরকে বলতে শোনা যায়, আওয়ামি লিগের নেতা, কর্মী, সমর্থকদের বিরুদ্ধে ভুয়ো মামলা দিচ্ছে ইউনুসের নেতৃত্বাধীন সরকার। এমনকী তাঁরা আইনি সহায়তা পর্যন্ত পাচ্ছেন না। সে সময় হাসিনাকে বলতে শোনা যায়, আক্রান্ত দলীয় কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানোর জন্য সমস্তরকম চেষ্টা করতে হবে। লিগপন্থী আইনজীবীদের যাতে সক্রিয় করা যায়, সেই চেষ্টা চালানোর বার্তাও দেন তিনি। কথোপকথনের সময় হাসিনা কেমন আছেন জানতে চান ওই ব্যক্তি। বলেন, ‘হেলিকপ্টারে করে আপনাকে নাকি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে?’ যার জবাবে হাসিনাকে বলতে শোনা যায়, ‘অতদূরে নেই, আমি দেশের খুব কাছাকাছি আছি। যাতে চট করে দেশে ঢুকে পড়তে পারি।’ এই অডিওতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। গ্রামীণ ব্যাঙ্কের প্রধান থাকাকালীন ইউনুস টাকা নয়ছয় করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধানকে ‘সুদখোর’ বলেও কটাক্ষ করেন। 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা