বিদেশ

বিশ্বজুড়ে ভূমিকম্পের সঙ্কেত, এক বছর পর রহস্যভেদ বিজ্ঞানীদের

নয়াদিল্লি: গত বছরের সেপ্টেম্বর। ভূমিকম্প নিয়ে কর্মরত বিজ্ঞানীদের যন্ত্রে হঠাত্ই  একটি ‘রহস্যজনক’ সঙ্কেত ধরা পড়ে। একটি নির্দিষ্ট স্থানে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে নথিভুক্ত হয়েছিল এই সঙ্কেত। সাধারণত কোথাও ভূমিকম্প হলে এমন ঘটনা ঘটে। কিন্তু এক্ষেত্রে কিছুই হয়নি। তাই কিছুটা হতভম্বই হয়ে গিয়েছিলেন বিজ্ঞানীরা। নির্দিষ্ট তরঙ্গের ওই সঙ্কেত টানা ন’দিন ধরে ধরা পড়েছিল নির্দিষ্ট যন্ত্রে। প্রাথমিকভাবে বিভ্রান্ত বিজ্ঞানীরা ওই সঙ্কেতের নাম দেন ‘আনআইডেন্টিফায়েড সিসমিক অবজেক্ট’ বা ইউএসও। অবশেষে সেই রহস্য ভেদ করেছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, গ্রিনল্যান্ডের প্রত্যন্ত ডিকসন ফোর্ড এলাকায় বিরাট ভূমিধসের কারণেই ওই সঙ্কেত ধরা পড়েছিল। 
কতটা ভয়ঙ্কর ছিল সেই ভূমিধস? বিজ্ঞানীরা জানিয়েছেন, যত পরিমাণ পাথর ও বরফ ধসে পড়েছে, তাতে ১০ হাজার ওলিম্পিক্স সুইমিং পুল ভর্তি হয়ে যেতে পারে। একইসঙ্গে ভূমিধসের ফলে মেগা সুনামিও সৃষ্টি হয়। যাতে জলে ২০০ মিটার উঁচু ঢেউ ওঠে। যা বিগ বেন টাওয়ারের দ্বিগুণ। সিগন্যাল রহস্য ভেদ হওয়ার বিষয়টি সম্প্রতি ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে। যেখানে বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিধসের ফলে ন’দিন ধরে জলে উথালপাথাল ঢেউ ওঠে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এমন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য উষ্ণায়নই দায়ী। উষ্ণায়নের ফলে দিনের পর পর দিন হিমবাহের বরফ গলেছে। যার ফলে পাহাড় দুর্বল হয়ে ভেঙে পড়ছে। আর বিশাল পাহাড় ভেঙে পড়ার ফলে যে কম্পন তৈরি হয়, সেই কম্পনের সঙ্কেত সারা বিশ্বে ধরা পড়েছিল। এই ঘটনার পর উষ্ণায়ন নিয়ে ফের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ডিকসন ফোর্ডের ঘটনা দেখিয়ে দিল যে, জলবায়ুর পরিবর্তনের ফলে শুধু আবহাওয়ার বদল বা সমুদ্রের জলস্তর বৃদ্ধি হচ্ছে তা নয়, পৃথিবীর ভূস্তরের স্থিতিশীলতার উপরও এর প্রভাব পড়ছে।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা