বিদেশ

কমলার সঙ্গে আর বিতর্ক নয়, পিছিয়ে পড়ে সিদ্ধান্ত ট্রাম্পের

ওয়াশিংটন: প্রথমবার মুখোমুখি বিতর্কে ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিয়েছেন কমলা হ্যারিস। একাধিক সমীক্ষায় এই তথ্য উঠে আসতেই আর কোনও টেলিভিশন বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া সাইট ‘ট্রুথ’-এ প্রাক্তন প্রেসিডেন্ট লিখেছেন, ‘তৃতীয় কোনও বিতর্ক হবে না।’ গত ২৭ জুন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রেসিডেনশিয়াল বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেটিকেই প্রথম বিতর্ক বলে উল্লেখ করেছেন তিনি। যদিও সমীক্ষায় উঠে আসা কমলার জয়ের দাবিকে পাত্তা দেননি তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘ডেমোক্রেটিক পার্টির উগ্র বামপন্থী প্রার্থীকে আমি পরাস্ত করেছি। আর কোনও বিতর্কের প্রয়োজন নেই।’ কোনও তথ্য ছাড়া কীভাবে তিনি এই দাবি করলেন, তা নিয়ে রিপাবলিকান প্রার্থীকে বিঁধেছে ডেমোক্র্যাটরা। একটি সমাবেশে যোগ দিয়ে কমলা অবশ্য বলেছেন, ‘ভোটারদের স্বার্থে আরও একটি বিতর্ক দরকার।’ 
আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ভারতীয় সময় বুধবার সকালে ফিলাডেলফিয়ায় এবিসি নিউজ টুডে একটি  বিতর্কের আয়োজন করে। সেখানে গর্ভপাত থেকে যুদ্ধ, অর্থনৈতিক পরিস্থিতি থেকে অভিবাসন— প্রায় সবক্ষেত্রেই ট্রাম্পকে টেক্কা দিয়েছেন কমলা। সিংহভাগ সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। যেমন সিএনএন-এর সমীক্ষা বলছে ভারতীয় বংশোদ্ভূত কমলা ৬৩-৩৭ শতাংশের হিসেবে পরাস্ত করেছেন ট্রাম্পকে। আবার ইউগভ পোলে দেখা যায়, ৫৪ শতাংশ সমর্থন হ্যারিসের দিকে। আর ৩১ শতাংশ সমর্থন ট্রাম্পের। সেদিন বিতর্ক দেখেছেন এমন দর্শকের ৫৩ শতাংশ বলছেন, হ্যারিস জিতেছেন। ট্রাম্পের পক্ষে কথা বলেছেন ২৪ শতাংশ। হাড্ডাহাড্ডি টক্করের কথাও উঠে এসেছে বেশ কয়েকটি সমীক্ষায়। তবে কোনও সমীক্ষাতেই ট্রাম্প এগিয়ে নেই। এই পরিস্থিতিতে রিপাবলিকান প্রার্থী আর কোনও বিতর্কে অংশগ্রহণ না করতে চেয়ে কি রণে ভঙ্গ দিলেন? প্রশ্ন উঠছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা