বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বাংলাদেশে দুর্গাপুজোর অনুদান বেড়ে চার কোটি, নিরাপত্তায় বাড়তি জোর

ঢাকা: দুর্গাপুজোয় অনভিপ্রেত ঘটনা এড়াতে পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। পুজোপর্বে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রকে একটি বৈঠক হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, ‘আর্থিকভাবে পিছিয়ে পড়া মন্দির কমিটিগুলির জন্য এবার বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে। এই অর্থ পূর্ববর্তী বরাদ্দের প্রায় দ্বিগুণ। প্রধান উপদেষ্টার তহবিল থেকে এই অনুদান দেওয়া হবে।’ তিনি আরও জানান, পুজোর সময় নিরাপত্তা রক্ষার লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। মণ্ডপগুলির নিরাপত্তায় রাতে অন্তত তিনজন ও দিনে দু’জন করে স্বেচ্ছাসেবক রাখা হবে। এছাড়া আজানের পাঁচ মিনিট আগে মাইক, ঢাক ও অন্যান্য বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। আজানের পর সেগুলি ফের ব্যবহার করা যাবে। জানা গিয়েছে, মণ্ডপ ও তার আশপাশে পুলিস মোতায়েন থাকবে। থাকবে সাদা পোশাকের পুলিসও। নজরদারি চালাতে ব্যবহার করা হবে আইপি ক্যামেরা। পুজোর দিনগুলিতে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেজন্য পুলিসকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।
এরই মধ্যে শাকিব আল হাসানের পর এবার বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোর্তাজার বিরুদ্ধেও দায়ের হল মামলা। বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলার সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে এই মামলা। মঙ্গলবার নারাইল সদর থানায় মামলাটি দায়ের করেন শেখ মুস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ নামে এক ব্যক্তি। মোট ৯০ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। সেখানে নাম রয়েছে মাশরাফির বাবা গোলাম মোর্তাজা স্বপনেরও। অভিযোগ, মাশরাফি ও তাঁর বাবা গত ৪ আগস্ট একটি মিছিলের আয়োজন করেন। সেই মিছিল থেকে হামলা হয়। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ৬ আগস্ট মাশরাফির বাড়িতে পাল্টা অগ্নিসংযোগ হয়েছিল বলেও খবর। উল্লেখ্য, এর আগে একটি খুনের মামলায় অভিযুক্ত করা হয় আরও এক বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানকে। তাঁর সঙ্গেই ওই মামলায় মোট ১৪৭ জনের নাম ছিল। এবার মামলা হল মাশরাফি মোর্তাজার বিরুদ্ধেও। তারই মধ্যে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন খালিদ মামুদ। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক ২০১৩ সালে গাজি আশরাফ হোসেনকে হারিয়ে বোর্ডের ডিরেক্টর পদে নির্বাচিত হন। টানা তিন দফায় ওই পদে ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক পালা বদলের প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদ থেকে মামুদ সরে দাঁড়ালেন বলে খবর।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা