বিদেশ

‘ক্ষমা করো’, মাকে মেসেজ পাঠিয়ে স্কুলে গুলি করে ৪ জনকে খুন ছাত্রের

নিউ ইয়র্ক: ‘ক্ষমা করো মা’। আমেরিকার স্কুলে হত্যালীলা চালানোর আগেই এমনই মেসেজ পাঠিয়েছিল হামলাকারী ১৪ বছরের পড়ুয়া। তাতে বড়সড় বিপদের আঁচ পান ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে ফোন করেন তিনি।  কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমেরিকায় জর্জিয়ায় ওই হাইস্কুলে রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই ছাত্র। তাতে দুই পড়ুয়া ও দুই শিক্ষকের মৃত্যু হয়। আটলান্টার কাছে উইন্ডারে আপালাচে হাইস্কুলের ঘটনায় সেজন্য  কোল্টের পাশাপাশি তার বাবা কলিন গ্রেকেও গ্রেপ্তার করেছে পুলিস। ৫৪ বছরের কলিনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ক্রিসমাসে ছেলেকে একে-১৫ রাইফেলটি উপহার দিয়েছিলেন কলিন। অভিযুক্ত পড়ুয়ার দাদু চার্লস পোলহামুস জানিয়েছেন, কোল্টের মা সেদিন বাড়িতেই ছিলেন। হঠাৎ মোবাইলে ছেলের মেসেজ পান তিনি। লেখা ছিল, ‘আমায় ক্ষমা করো মা।’ এই মেসেজ পেয়েই সম্ভাব্য বিপদ বুঝে স্কুলে ফোন করেন তিনি। দ্রুত ছেলেকে খুঁজে বের করার আর্জিও জানান। সেইমতো কোল্টের ক্লাসে ছুটে যান স্কুলের এক কর্মী। কিন্তু, ততক্ষণে শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছে ওই পড়ুয়া। সূত্রে খবর, বিরল কিছু অপরাধের ক্ষেত্রে ১৩ বছরের বেশি বয়সি যে কোনও অভিযুক্তকে প্রাপ্তবয়স্ক ধরেই বিচারপ্রক্রিয়া চালানো যায়। কোল্টের ক্ষেত্রেও তাই করা হতে পারে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা