বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

‘মোদিজিকে ঘৃণা করি না,’ ওয়াশিংটনে বললেন রাহুল

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর: মোদিজির চিন্তাভাবনার সঙ্গে আমি একমত নই। তাই বলে তাঁকে ঘৃণা করি না। মার্কিন সফরে গিয়ে আজ এমনটাই জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ একাধিক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যে আমেরিকার ওয়াশিংটনে এক আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গে এ কথা বলেন তিনি। রাহুল বলেন, ‘আমি মোদিজিকে ঘৃণা করি না। ওনার একটা চিন্তাভাবনা রয়েছে। আমি সেই চিন্তাভাবনার সঙ্গে একমত নই। কিন্তু তার মানে এই নয় যে আমি ওনাকে ঘৃণা করি। উনি আমার শত্রু নন।’ আগামীদিনে একাধিক রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে কংগ্রেসের জয়ের ব্যাপারে রাহুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভোটে আমরা লড়ব ও বিজেপিকে হারাব।  আগামী দু-তিন মাসে ভারতে যত নির্বাচন হবে সবকটাতেই আমরা জিতব। বিজেপি ও আরএসএস আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিরোধীদের আক্রমণ করছে এমন বহু সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে।’
ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে লোকসভার বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলেন তিনি বলেন, ‘ভারত যখন ন্যায্য স্থানে পৌঁছে যাবে তখন সংরক্ষণ তুলে দেওয়ার বিষয়ে ভাবব। কিন্তু বর্তমানে সংরক্ষণ তুলে দেওয়ার মতো পরিস্থিতি ভারতে নেই। আপনারা যদি দেখেন, দেখবেন  ভারতে বর্তমানে ৭০ জন আমলা দেশ চালাচ্ছেন। যাদের মধ্যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের, একজন আদিবাসী, তিনজন দলিত ও তিনজন ওবিসি। সংখ্যালঘু, আদিবাসী, দলিত ও ওবিসি যারা ভারতের ৯০ শতাংশ স্থান দখল করে রয়েছে। তাদের মধ্যে মাত্র ১০ শতাংশ লোক সরকারে রয়েছে।’ এই আলাপচারিতায় দেশের দুই শিল্পপতির বিরুদ্ধেও সোচ্চার হন রাহুল।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা