বিদেশ

ঘূর্ণিঝড় ইয়াগির দাপটে লন্ডভন্ড ভিয়েতনাম, মৃত বেড়ে ১৫২

হ্যানয়: শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে বিধ্বস্ত ভিয়েতনাম। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত  ১৫২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১৪০ জন। ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন শয়ে শয়ে মানুষ। অন্যদিকে, লাল নদীর জল ঢুকে বানভাসি রাজধানী হ্যানয়। ইয়াগিকে এবছর এশিয়ার বুকে আছড়ে পড়া ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ হিসাবে দেখা হচ্ছে। শনিবার ভিয়েতনামে আছড়ে পড়ার পর ক্রমশ তা পশ্চিমদিকে সরে যেতে শুরু করে। এর জেরে প্রবল ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিতে হ্যানয়ের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। একটি সেতু ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। ভেঙে পড়েছে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ইতিমধ্যেই নীচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্কুল-কলেজগুলিতে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। 
ত্রান লে ক্যুয়েন নামক এক বাসিন্দার কথায়, ‘গত ৩০ বছরে এত ভয়ানক বন্যা দেখিনি। একরাতের মধ্যে সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। আতঙ্কে সারারাত ঘুমোতে পারিনি।’ লাল নদীর তীরেই বাড়ি এনগুয়েন ভ্যান হুংয়ের। তিনি বলেন, ‘আমার বাড়ি এখন কার্যত নদীর অংশে পরিণত হয়েছে।’ প্রশাসন বন্যা সতর্কতা জারির পরই মঙ্গলবার শহরের এক দাতব্য সংস্থা ‘ব্লু ড্রাগন চিলড্রেনস ফাউন্ডেশন’ তাদের অফিস খালি করতে বাধ্য হয়েছে। ইয়াগি হ্যানয়ের পূর্বে উপকূলীয় রপ্তানি-ভিত্তিক শিল্পকেন্দ্রগুলিও ঝড়ের  ধ্বংসলীলা থেকে রক্ষা পায়নি। শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই শিল্পতালুকে প্রায় ৪০ হাজার মানুষের বাস। এখানে স্যামস্যাংয়ের মতো গুরুত্বপূর্ণ কোম্পানির কারখানাও রয়েছে। বন্যার জেরে সমস্ত কারখানাতেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা