কলকাতা

জোরকদমে পুজোর প্রস্তুতি কুমোরটুলিতে। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

নবান্ন অভিযানে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে দুষ্কৃতীরা, সাধারণ মানুষকে সতর্ক করল পুলিস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৭ আগষ্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠনের ডাক দিয়েছে নবান্ন অভিযানের। যা নিয়ে এক দিন আগে থেকেই সতর্ক পুলিস ও প্রশাসন। কোনও ভাবেই যাতে অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে পুলিস। এই অভিযান ও মিছিলের জন্য আজ, সোমবার দুপুর ২টো পর্যন্ত কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই পুলিসের তরফে জানানো হয়েছে। যার কারণে এই অভিযানকে অবৈধ বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।
এদিন সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে অবগত করতে নবান্নে  সাংবাদিক সম্মেলন করেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। পাশাপাশি ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও। এডিজি আইনশৃঙ্খলা জানান, আগামীকালের নবান্ন অভিযান বেআইনি। কোনও সংগঠন এখনও অনুমতি চেয়ে আবেদন করেনি। পাশাপাশি, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনও সংগঠনের অস্তিত্ব আমরা এর আগে শুনিনি’ বলে দাবি করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি জানান, নবান্ন অভিযান নিয়ে পুলিসের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে। তাঁর দাবি, এই অভিযানে বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা নিয়ে দুষ্কৃতীরা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকবে। এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
বিষয়টির দিকে নজর রেখে সোমবার থেকেই নবান্ন ও সংলগ্ন এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নবান্নের আশপাশের সমস্ত রাস্তাতেই আজ থেকেই বাড়ানো হয়েছে পুলিসের সংখ্যা। নবান্নে ঢুকতে দেখাতে হচ্ছে সচিত্র পরিচয়পত্র। এর পাশাপাশি, ফরশোর রোডের উপর আজ থেকেই তৈরি রাখা হয়েছে বিশেষ ধরনের গার্ড রেল। আগামীকাল পুলিস জলকামান নিয়েও প্রস্তুত থাকতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
অন্যদিকে, আগামীকালই রয়েছে নেট পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তায় পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তা পুলিসের তরফে নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা