কলকাতা

দেগঙ্গার মৃত যুবকের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল, স্ত্রীকে চাকরির আশ্বাস 

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলকাতার তিনটি সরকারি হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাননি দেগঙ্গার বাসিন্দা সফিকুল ইসলাম। অবশেষে মৃত্যু হয়েছে তাঁর। ডাক্তারদের লাগাতার কর্মবিরতির জেরে হাসপাতালগুলিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরেই দুর্ঘটনাগ্রস্ত যুবক সফিকুলের মৃত্যু বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এই আবহে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেগঙ্গার সোহাই-শ্বেতপুর পঞ্চায়েতের গাংআটি গ্রামে সফিকুলের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ইত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ তৃণমূলের প্রতিনিধি দল। মৃতের স্ত্রী সাইনারা বিবির চাকরির জন্য তাঁরা মুখ্যমন্ত্রীকে আবেদন করবেন বলেও পরিবারকে আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি।
১ সেপ্টেম্বর ভোরে হাবড়ায় শ্বশুরবাড়ি থেকে দেগঙ্গায় নিজের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সফিকুল ইসলাম। বারাসত হাসপাতালেই তাঁর চিকিৎসা হয় ১ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ‘রেফার’ করা হয় কলকাতার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে পরপর তিনটি সরকারি হাসপাতালে তাঁকে ভর্তি নেওয়া হয়নি। শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ২ সেপ্টেম্বর ভোরে তাঁকে ফিরিয়ে আনা হয় বারাসতে। সেখানে একটি নার্সিংহোমে ভর্তি করান পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে সেখানে মৃত্যু হয় সফিকুলের। সূত্রের খবর, বুধবার রাতেই জেলা সভাধিপতিকে মৃতের পরিবারের সঙ্গে কথা বলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দেগঙ্গার বাড়িতে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। নারায়ণবাবু ছাড়াও সেই প্রতিনিধি দলে ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি, পঞ্চায়েতেরে প্রধান রিংকু সাহাজি প্রমুখ। তাঁরা বেশ কিছুক্ষণ মৃতের স্ত্রী, বাবা, মা সহ অন্যদের সঙ্গে কথা বলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সফিকুল পেশায় দিনমজুর ছিলেন। একমাত্র ছেলের বয়স মাত্র ছ’বছর। এই অবস্থায় সংসার চালানো নিয়েই ঘোর সমস্যার মুখে পড়েছেন তাঁরা। সেই সূত্রে নারায়ণবাবু এদিন মৃতের স্ত্রী সাইনারা বিবির কাছ থেকে নথিপত্র চেয়েছেন। মুখ্যমন্ত্রী কাছে তাঁর চাকরির জন্য আবেদন করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। নারায়ণবাবু বলেন, ‘পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। মৃতের স্ত্রী মাধ্যমিক পাস। সংসার চালানোর জন্য ওঁর একটা চাকরি হলে খুব ভালো হয়। আমি মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে বলব।’ মৃতের জামাইবাবু জাহাঙ্গির গাজী বলেন, ‘চিকিৎসার অভাবেই সফিকুলের মৃত্যু হয়েছে। ডাক্তাররা যদি সরকারি হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতেন, তাহলে গরিব ঘরের মায়ের কোল খালি হতো না।’  নিজস্ব চিত্র
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা