কলকাতা

শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে জন্মদাত্রী মা, নানা মণ্ডপে থিমের ছড়াছড়ি উলুবেড়িয়ায়

সংবাদদাতা, উলুবেড়িয়া: পুজোর ঢাকে কাঠি পড়েছে। চলছে পাড়ায় পাড়ায় মণ্ডপ বাঁধার কাজ। কুমোরটুলিতে এখন চরম ব্যস্ততা। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি থিমের লড়াইয়েও এবার জমজমাট উলুবেড়িয়ার পুজো। গত কয়েক বছরের মতো এবারও উলুবেড়িয়ার বেশ কয়েকটি পুজো কমিটির থিম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। যার মধ্যে উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব অন্যতম। মহিলা পরিচালিত এই পুজোর এবারের থিম ‘মা’। তাদের দশভুজার আবাহনের এবার দশম বর্ষ। বাজেট আনুমানিক দশ লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদিকা কুহেলি বোস (ঘোষ) বলেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হল মা। মায়ের বিকল্প কিছু হতে পারে না। সেই মায়ের বিভিন্ন রূপ মণ্ডপে তুলে ধরা হবে। তবে শুধু মণ্ডপ নয়, প্রতিমাতেও অভিনবত্ব থাকবে বলে জানিয়েছেন কুহেলিদেবী। 
এবার এক টুকরো মিশরকে তুলে ধরছে ফুলেশ্বরের কোটালঘাটা নবোদয় সঙ্ঘ। ২৪ তম বর্ষে পদার্পণ করা এই পুজো কমিটির এবারের বাজেট প্রায় সাত লক্ষ টাকা। কমিটির সম্পাদক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মিশরের একটি মেলাকে মণ্ডপে তুলে ধরা হবে। মিশরের রানি থেকে মেলার বিভিন্ন সামগ্রী দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হবে। অন্যদিকে, উলুবেড়িয়া পুরসভা এলাকার অন্যতম বিগ বাজেটের পুজো হাট বাউড়িয়া দুর্গাপুজো কমিটির এবারের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। হাট বাউড়িয়া শীতলা স্পোর্টিং ক্লাব পরিচালিত এই পুজো কমিটির এবারের বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। পুজো কমিটির সভাপতি বেনুকুমার সেন জানান, মণ্ডপে দ্বারকা নগরীর বিভিন্ন চিত্র তুলে ধরা হবে। গত বছর অক্ষরধাম মন্দিরের পর এবার শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দর্শনার্থীদের নজর কাড়বে বলে দাবি বেনুকুমার সেনের।  
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা